নিলামবাজারে আসছেন মোটিভেশনাল বক্তা মুনাওয়ার

বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি : নিলামবাজারে আসছেন আন্তর্জাতিক মোটিভেশনাল বক্তা মুনাওয়ার জামা। রবিবার নিলামবাজার কলেজে শিক্ষা বিষয়ে সচেনতা অনুষ্ঠান বক্তব্য রাখবেন তিনি। এছাড়াও থাকছেন এআইইউডিএফ সুপ্রিমো মওলানা বদরুদ্দিন আজমলও। আগামী ২১ জানুয়ারি দ্বিতীয়বারের মতো বরাক উপত্যকা সফরে আসছেন আন্তর্জাতিক মোটিভেশনাল বক্তা মুনাওয়ার জামা। তবে এবারের সফর বরাক উপত্যকার করিমগঞ্জ জেলার নিলামবাজারে। আজমল ফাউন্ডেশনের উদ্যোগে আগামী রবিবার সকাল ১১ টা থেকে নিলামবাজার কলেজে এক শিক্ষা সচেতনতা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দের উদ্দেশ্যে “শিক্ষার মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যাই” বিষয়ের উপর আলোচনা করবেন। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আজমল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মেনেজিং ট্রাস্টি তথা ধুবড়ি লোকসভা আসনের সাংসদ মওলানা বদরুদ্দিন আজমল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা আইআইএম, খাসিপুরের অধ্যাপক ড° কেএম বাহারুল ইসলাম, আজমল ফাউন্ডেশনের ডাইরেক্টর ড° খসরুল ইসলাম, জেনারেল ম্যানেজার ড° এমআরএইচ আজাদ, আজমল সুপার ৪০-এর প্রজেক্ট প্রধান আব্দুল কাদির, বিশিষ্ট সমাজসেবী আজিজুর রহমান তালুকদার প্রমুখ।

এদিনের অনুষ্ঠানকে সুন্দর ও সফল করে তুলতে জোরদার ভাবে কাজ চালিয়ে যাচ্ছেন ফাউন্ডেশনের কর্মকর্তারা।  ইতিমধ্যে নিলামবাজারে এসে পৌঁছে কাজের তদারকি করছেন আজমল ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার মুফতিউর রহমান, ফাউন্ডেশনের প্রশাসনিক অফিসার ফজলুর রহমান, রশিদ আহমদ, জিয়াউল ইসলাম, আব্দুল কালাম প্রমুখ।

এদিকে এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সার্থক ও সফল করে তুলতে করিমগঞ্জ তথা বরাক উপত্যকার সর্বস্থরের জনসাধারণ ও ছাত্রছাত্রীদের উপস্থিতি কামনা করেছেন আজমল ফাউন্ডেশনের কর্মকর্তারা। এক প্রেসবার্তায় এখবর জানিয়েছেন এ জেড এম ইকবাল খান।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News