ধলাইয়ের অস্থায়ী কর্মীদের উপহার মাতৃভূমি-র

বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : প্রতিটি পরবে অর্থাৎ ঈদ বা পুজো হোক  অসহায় বা সাধারণ মানুষের মুখে হাসি রাখতে পাশে থাকতে দেখা যায় ধলাইয়ের বেসরকারি সামাজিক সংস্থা মাতৃভূমির সদস্যদের। এবছরের দুর্গাপূজায়ও তার কোন ব্যতিক্রম ঘটেনি। তবে এবার অন্যরকম কর্মসূচি হাতে নেয় তাঁরা। ধলাই এলাকার সরকারি বিভাগের অস্থায়ী কর্মী যাঁরা ন্যুনতম মাইনে পেয়ে সমাজের স্বার্থে কাজ করে যাচ্ছেন তাঁদের হাতে উপহার হিসেবে বস্ত্র তুলে দিল মাতৃভূমি। ধলাই বাজারে সংস্থার কার্যালয়ে ধলাই এলাকার বিদ্যুৎ বিভাগের অস্থায়ী কর্মী ও ধলাইয়ের জল সরবরাহ প্রকল্পের কর্মীদের হাতে উপহার তুলে দেন সংস্থার কর্মকর্তারা।

মাতৃভূমি-র সভাপতি সীতাংশু দাস বলেন, তাঁদের সম্মানার্থে বস্ত্র উপহার তুলে দেওয়া হয়। তিনি এও বলেন,  প্রতি বছর মহিলাদের মধ্যে শাড়ি দান করা হয়। তবে এবার এক ব্যতিক্রমী আয়োজন মাতৃভূমি-র। বস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন সহসভাপতি চপলকুমার দাস, সম্পাদক অশোক দাস, কোষাধ্যক্ষ বাপ্পা পাল, শঙ্কর ভট্টাচার্য, লীলা পুরকায়স্থ প্রমুখ।

ধলাইয়ের অস্থায়ী কর্মীদের উপহার মাতৃভূমি-র
ধলাইয়ের অস্থায়ী কর্মীদের উপহার মাতৃভূমি-র

Author

Spread the News