সিকিমে দুর্ঘটনায় মৃত্যু হল মা মেয়ে পর্যটকের

২৯ ডিসেম্বর : ঘুরতে গিয়ে পূর্ব সিকিমের পকিয়ঙ জেলায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল মা ও মেয়ের। জানা গেছে, ৬ জন পর্যটককে নিয়ে একটি ছোট গাড়ি আরিটার থেকে রোলেপের দিকে যাচ্ছিল। পথে লামাটেন বলে একটি জায়গায় সন্ধে ছ’টা থেকে সাড়ে ছ’টার মধ্যে গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়। গাড়িতে থাকা ছয় জন পর্যটক-এর মধ্যে একজন ছাড়া বাকি সকলেই কমবেশি আহত হন।

গুরুতর চোটের কারণে মৃত্যু হয়েছে আড়াই বছরের শ্রীনিকা শ্যামল ও তার মা পায়েল শ্যামলের। তারা কলকাতার বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয় গাড়িচালকদের তরফে উদ্ধারকাজ শুরু করা হয়। জখমদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সিকিমে দুর্ঘটনায় মৃত্যু হল মা মেয়ে পর্যটকের
Spread the News
error: Content is protected !!