৩০০-এর বেশি ভারতীয় যাত্রীর বিমান আটকানো হল ফ্রান্সে, আটক ২

২৩ ডিসেম্বর : ৩০০-এর বেশি যাত্রী সমেত নিকারাগুয়াগামী একটি বিমানকে আটকানো হল ফ্রান্সে। সূত্রের খবর, এই ঘটনায় আন্তর্জাতিক মানব পাচার চক্রের যোগ রয়েছে বলে মনে করছে ফ্রান্স। ভারতীয় আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। যাত্রীদের কাছে পৌঁছোনোর অনুমতি পেয়েছে সেখানকার ভারতীয় দূতাবাস। খতিয়ে দেখা হচ্ছে, ভারতীয়রা সকলে নিরাপদ রয়েছেন কিনা।

রোমানিয়ার সংস্থা লিজেন্স এয়ারলাইন্সের এই এ৩৪০ বিমানটি সংযুক্ত আরব আমিরশাহী থেকে ছেড়েছিল। ভ্যাট্রি বিমানবন্দরে সেটি নামে। বিমানবন্দরের রিসেপশন হলটিকে কার্যত যাত্রীদের ওয়েটিং রুমে পরিণত করা হয়েছে। মোট ৩০৩ জন ভারতীয় বিমানটিতে ছিলেন।

জানা গিয়েছে, বিমানটি ওই বিমানবন্দরটিতে নেমে পড়ে। কারিগরি সমস্যার কারণেই এই অবতরণ বলে পুলিশকে জানানো হয়েছে। অজ্ঞাতপরিচয় সূত্রে প্রশাসনের কাছে খবর পৌঁছায়। সন্দেহ হলে বিমানটিকে আটকানো হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে আটক করো হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। বিমানে থাকা ৩০০-র বেশি ভারতীয় মানব পাচারের শিকার হতে পারেন, আবার বেআইনিভাবে তাঁরা আমেরিকা এবং কানাডায় ঢোকার উদ্দেশেও রওনা দিয়ে থাকতে পারেন, এমন সন্দেহও মাথাচাড়া দিচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। ফ্রান্সের সংগঠিত অপরাধ-বিরোধী শাখা JUNALCO এই ঘটনার তদন্তভার হাতে পেয়েছে। সূত্র : উত্তরবঙ্গ সংবাদ। ছবি প্রতীকী।

Author

Spread the News