ডিএসএ-র জ্ঞানেন্দ্র চৌধুরী মেমোরিয়াল ফিজিক্যাল ফেস্টে ৩ শতাধিক প্রতিযোগী
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ মার্চ : পাঁচ ডিসিপ্লিনে তিন শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে শেষ হল শিলচর জেলা ক্রীড়া সংস্থার জ্ঞানেন্দ্র চৌধুরী মেমোরিয়াল ফিজিক্যাল ফেস্ট ২০২৪। রবিবার হয় সাধারণ ক্যাটাগরির যোগা, ক্যারাটে, টাইকোয়ান্ডো, ফেন্সিং ও আর্চারি। এদিন এই পাঁচটি ইভেন্টে বিভিন্ন বয়স গ্রুপে প্রতিযোগিতা হয়। অংশ নেন ৩২২ জন প্রতিযোগী। এদিন আশীর্বাদ ভবনে সকালে আনুষ্ঠানিকভাবে আসরের উদ্বোধন করেন শিলচরের সাংসদ ডাঃ রাজদীপ রায়। ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, বিশিষ্ট যোগ প্রশিক্ষক ড. সুখময় ভট্টাচার্য, দেহশ্রীতে প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন পঙ্কজ পুরকায়স্থ ও প্রতিযোগিতার স্পনসর জেসি বিজনেস প্রাইভেট লিমিটেডের কর্মকর্তা অরূপ চৌধুরী (রাজন)।
ডাঃ রাজদীপ রায় বলেন, আসরে ভাল মাত্রায় প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। এটা ভাল লক্ষণ। কেন্দ্র ও রাজ্য সরকার ক্রীড়া ক্ষেত্রে বিশেষ নজর দিচ্ছে। এর সুফলও মিলছে। খেলোয়াড় সহ ক্রীড়া সংগঠকদের এই সুবিধে নেওয়ার আহ্বান জানান তিনি। প্রতিযোগিতার সাফল্য কামনা করেন দীপায়ন চক্রবর্তী। যে পাঁচটি ডিসিপ্লিনে খেলা হয় তার মধ্যে রয়েছে ফেন্সিং, তিরন্দাজি, ক্যারাটে, টাইকোয়ান্ডো এবং যোগা। ক্রিকেট ইন্ডোরে ফেন্সিংয়ের দু’টি ইভেন্ট হয়েছে। ডিএসএ মাঠে তিরন্দাজির দু’টি ইভেন্ট করানো হয়। ইন্ডোর স্টেডিয়ামে ২১টি ক্যাটেগরিতে হয়েছে ক্যারাটে। আশীর্বাদ ভবনে টাইকোয়ান্ডোতে অংশ নেন ১১০ জন। এতে ২৩টি সোনার ফয়সলা হয়। আশীর্বাদ হলেই ১২টি ক্যাটাগরিতে হয়েছে যোগা প্রতিযোগিতা।
উল্লেখ্য, দু’দিনের ফিজিক্যাল ফেস্ট আসরের প্রথম দিন শনিবার সতীন্দ্র মোহন দেব স্টেডিয়ামে বিশেষভাবে সক্ষম ছেলে ও মেয়েদের যোগ ব্যায়াম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অংশ নেন ২৫ জন প্রতিযোগী।