ধেমাজির ৩০ টিরও বেশি গ্রাম প্লাবিত
বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : ভারী বর্ষণের ফলে ধেমাজির চিলাপথের বেশ কয়েকটি এলাকা বন্যার কবলে পড়েছে। বন্যায় ৩০ টিরও বেশি গ্রাম মারাত্মকভাবে বিধ্বস্ত হয়েছে। বন্যায় আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম বিধ্বস্ত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে গড়মারা, রহধলা, গড়মারা চাপরি, গড়মারা বাগিশা, বারমুকলি কুলি, বারমুকলি দেউরি, ধুনাগুড়ি বরগনিয়া দেউরি, আমগুরি কলিতা, আমগুরি কাইওয়ার্ট এবং আমগুরি পাই, আমগুরি আহোম গ্রাম সহ প্রায় ৩০টি গ্রাম বানের জলের তলায় রয়েছে।
গাই নদীর নিম্নাঞ্চলে কোনো বাঁধ না থাকায় গত কয়েক বছর ধরে বন্যার কবলে পড়েছেন এলাকার মানুষ। বন্যায় শত শত পরিবার সিসি বারগাঁও-আমগুড়ি সড়কে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। পুরোদমে বন্যায় গত জুন মাস থেকে এক ধরনের আটকে থেকে জীবনযাপন অতিবাহিত করতে হচ্ছে বলে জানান স্থানীয়রা। কলা গাছের বেলা সৌজন্যে চলাচলের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় সাংসদ-বিধায়করা এই অসহায় মানুষের পাশে দাঁড়াননি। বন্যা দুর্গতদের বিহিত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বানাক্রান্তরা।