কৃষ্ণেন্দুর হাত ধরে দুই হাজারেরও অধিক সংখ্যালঘু ভোটার বিজেপিতে

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৬ এপ্রিল : দল বদল অব্যাহত রয়েছে পাথারকান্দিতে। মঙ্গলবার ফের কৃষ্ণেন্দুর হাত ধরে দুই হাজারের অধিক সংখ্যালঘু মুসলিম ভোটার বিজেপিতে ভিড়লেন। কেন্দ্রে ও রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকারের নীতি ও আদর্শ সহ পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের উন্নয়ণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে পৃথক পৃথক ভাবে পাথারকান্দি দু’টি সভায় প্রায় চার হাজারেরও অধিক সংখ্যালঘু ভোটার বিজেপিতে যোগ দিলেন। এদিন বিধায়ক কৃষ্ণেন্দু পাল দলের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পাথারকান্দির বুরুঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধীন খিলরবন্দ ও বাজারঘাটে আয়োজিত পৃথক পৃথক দু’টি দলীয় সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখার পাশাপাশি নবাগতদের দলীয় টুপি ও উত্তরীয় পরিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করেন।

সভাগুলোতে দলীয় প্রার্থী কৃপানাথ মালার হয়ে নির্বাচনী প্রচার করতে গিয়ে বিধায়ক রাজ্য ও কেন্দ্রে থাকা বিজেপি সরকারের ভূয়সী প্রশংসা করে বিরোধীদের কড়া সমালোচনা করেন বিধায়ক। তিনি বলেন, কংগ্রেস ভূমিহীনদের ভূমির ব্যবস্থা করে দেয়নি। দিয়েছে বিজেপি সরকার। বলেন, আজকের দিনে এই এলাকায় ক’দিনের জন্য অনেক নেতাদের আমদানি হবে। প্রতিশ্রুতির বুলি ওড়াবেন। তাই এসবের প্রলোভনের ফাঁদে না পড়ার জন্য পরামর্শ দেন। ইসলামি ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে কৃষ্ণেন্দু বলেন, সরকার মাদ্রাসা বন্ধ করেনি। মাদ্রাসাগুলোকে স্কুলে রূপান্তরিত করেছে। কিন্তু আজকের দিনে বিরোধী শিবির এটাকে ভুল ব্যাখ্যা দিয়ে ভোট আদায় করতে চাইছে বলে অভিযোগ করেন তিনি।

কৃষ্ণেন্দুর হাত ধরে দুই হাজারেরও অধিক সংখ্যালঘু ভোটার বিজেপিতে

বিধায়ক এদিন নবাগতদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সামনে দাঁড়িয়ে দেশকে নেতৃত্ব দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকের দিনে যে বা যাঁরা দলে যোগদান করেছেন তাঁদের প্রতি পূর্নসহানুভূতি রয়েছে ভারতীয় জনতা পার্টির। কেননা জাতপাতের রাজনীতির উর্ধে উঠে সব কা সাথ সব কা বিকাশের মন্ত্রে বিশ্বাসী এই দল। সভাগুলোতে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন মণ্ডল বিজেপির সভাপতি শশীবাবু সিনহা, প্রাক্তন জেলা পরিষদ সদস্য শান্তিলাল সিনহা, আইনজীবী পরিতোষ দাস প্রমুখ।

Author

Spread the News