সোনাই প্রিমিয়ার লিগে জিতল মুনলাইট ও ফাউন্ডেশন

বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তীবর্ষের অঙ্গ হিসেবে আয়োজিত গৌরব রায় স্মৃতি প্রাইজমানি সোনাই প্রিমিয়ার লিগে শনিবার দু’টি ম্যাচে জিতল মুনলাইট ক্লাব ও এএসএ ফাউন্ডেশন। প্রথম ম্যাচে মুন লাইট ক্লাব ৪৩ রানে হারার বুন্দ ইলেভেন স্টারকে। টসে জিতে বুন্দ ইলেভেন স্টার প্রথম ব্যাট করতে পাঠায় মুন লাইটকে প্রথম ব্যাট করতে নেমে মুন লাইট নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করে। দলের হয়ে বিকি রায় সর্বোচ্চ ৬৮ রান, সুরজিৎ রায় ৫০ রান, হাসিনুল লস্কর ১৮ রান, সঞ্জীব সিংহ ১৪ রান, মুকিদ লস্কর ১২ করেন। বুন্দ ইলেভেন স্টারের হয়ে সাহিদ লস্কর ২টি, আলআমান, মুন্না লস্কর, মুন্না বড়ভূইয়া, সাকিব, ১টি করে উইকেট পান। ২০৪  রানের লক্ষ মাত্র নিয়ে ব্যাট করতে নেমে বুন্দ ইলেভেন স্টার ১৭.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬০ রান তুলেতে সক্ষম হয়। বুন্দ ইলেভেন স্টারের হয়ে মুন্না লস্কর সর্বোচ্চ ৩৬ রান করেন। এছাড়াও ভাল রান পান সাহিদ লস্কর  ২৯, রমজান ২৫, সানি লস্কর ২৩ আলআমান ১৬  রান করেন। মুন লাইট এর হয়ে হান্নান হোসেন ৩টি উইকেট, হাসিনুল লস্কর ২টি উইকেট পান বিকি রায়, সিদ্ধার্থ দাস, রসিদ আহমদ, বাপন দাস ১টি করে উইকেট পান। এদিন ব্যাটে বলে দুরান্ত খেলার জন্য ম্যাচের সেরা খেলোয়াড় পুরস্কার পান মুন লাইট এর বিকি রায়। তার হাতে ম্যাচ শেষে অলখ শঙ্কর দাস (রাজা) এর সৌজন্য অনুপ দাস স্মৃতি ট্রফি তুলে দেন নাজির বড়লস্কর।

দিনের অপর ম্যাচে এএসএ ফাউন্ডেশন ১৮ রানে হারিয়েছে ইলেভেন ফাইটারকে। এদিন টস জিতে ইলেভেন ফাইটার এএসএ ফাউন্ডেশন কে প্রথম ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। প্রথম ব্যাট করতে নেমে এ,এস,এ ফাউন্ডেশন ২০ সবকটি উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে। দলের হয়ে ভাল রান পান বাপন লস্কর ৫২ রান,নিরুক লস্কর ৪৬ রান, জাবির চৌধুরী ২১,নজমুল হক বড়ভূইয়া ১৮, সবুর আহমদ মজুমদার (টুকন) ১৮ রান করেন। ইলেভেন ফাইটারের হয়ে খালেদ বড়ভূইয়া ও মাহমুদ হোসেন ৩টি করে উইকেট পান। কুতুব উদ্দিন ২টি উইকেট পান।১৯২ রানের লক্ষ মাত্র নিয়ে জবাবী ব্যাটিংয়ে নেমে ইলেভেন ফাইটার ১৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৩ রান খাতায় তুলতে পেরেছে। ইলেভেন ফাউটারের হয়ে কুতুব উদ্দিন সর্বোচ্চ ৩৫ রান করেন। এছাড়াও ভাল রান পান ইমদাদ লস্কর ২৮ রান, সারিমুল হক ২৬ রান, সুলতান বড়ভূইয়া ২১ রান করেন, সহিদ আহমেদ ১৪ রান করেন। এএসএ ফাউন্ডেশনের হয়ে অনিল সিংহ ৪টি উইকেট, সবুর আহমেদ মজুমদার (টুকন) ২টি উইকেট, বাপন লস্কর ২টি উইকেট, জাবেদ মজুমদার ও সুদীপ রবি দাস ১ টি করে উইকেট পান। দ্বিতীয় ম্যাচের সেরা খেলোয়াড় পুরস্কার পান এএসএ ফাউন্ডেশন বাপন লস্কর তার হাতে অলকশঙ্কর দাস (রাজা) এর সৌজন্য  অনুপ দাস স্মৃতি ট্রফি তুলে দেন আতাবুর রহমান লস্কর। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *