জেলাশাসকের উপস্থিতিতে মাসিক স্বাস্থ্য পর্যালোচনা সভা সম্পন্ন ধলাইয়ে

বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : জেলাশাসকের পৌরহিত্যে জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে ধলাই খণ্ড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত স্বাস্থ্য কর্মীদের নিয়ে এইচএমআইএস এবং এমসিটিএস এর উপর মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হলো ধলাইয়ে। পর্যালোচনা সভায় হেল্থ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ও মাদার এন্ড চাইল্ড ট্রেকিং সিস্টেমের উপর আলোকপাত করা হয়।স্বাস্থ্যকর্মীদের সাথে আলোচনা করতে গিয়ে কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝাঁ বিশেষ করে ধলাই খণ্ড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীনে থাকা এএনএম, জিএনএম, এমপিডব্ল্যূ ও আশা কর্মীদের উদ্যেশে বলেন, মা ও শিশুর স্বাস্থ্য ঠিক রাখতে স্বাস্থ্য বিভাগ বিভিন্ন টীকাকরনের ব্যবস্থা করেছে। এতে মা ও শিশু সুরক্ষিত থাকেন। টিকাকরনের অবহেলায় যাতে কোন মা ও শিশুর মৃত্যু না হয় সেদিকে লক্ষ্য রেখে স্বাস্থ্যকর্মীদের কাজ করে যাওয়ার পরামর্শ দেন জেলা শাসক। এছাড়া প্রতিমাসে জন্মমৃত্যুর হিসেবটাও দিতে হয় গ্রামেগঞ্জে কাজ করে থাকা স্বাস্থ্য কর্মীদেরকে, তাই এমন স্থলে কাজ করা প্রতিজন স্বাস্থ্যকর্মীদের লক্ষ্য রয়েছে। সেই লক্ষ্যে স্বাস্থ্যকর্মীদেরকে পৌঁছতেই হবে।

জেলাশাসকের উপস্থিতিতে মাসিক স্বাস্থ্য পর্যালোচনা সভা সম্পন্ন ধলাইয়ে

জেলাশাসক রোহন কুমার ঝাঁ বলেন, কতজন শিশু জন্ম গ্রহন করেছে ও কতজনের মৃত্যু হয়েছে তা আগামী একমাসের ভীতরে  লিখিত ভাবে সংশ্লিষ্ট কার্য্যালয়ে জমা দিতে হবে। নতুবা স্বাস্থ্য বিভাগ থেকে যে কোন পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। পর্য্যালোচনা সভায় জেলাশাসক রোহন কুমার ঝাঁ ধলাই খণ্ড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত প্রায় দুশোজন স্বাস্থ্যকরামীকে জেলাপ্রশাসনের পক্ষ থেকে উত্তরীয় দিয়ে সম্মান জানানোর পাশাপাশি কাজকরার অনুপ্রেরণা দেন। মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানোর জন্য চিকিৎসা পরিষেবার উপর গুরুত্ব আরোপ করেন। সভায় জেলাশাসকের সঙ্গে কাছাড় জেলার স্বাস্থ্য বিভাগের জয়েন্ট ডিরেক্টর ডাঃ আশুতোষ বর্মন, ডাঃ আর. চক্রবর্তী, ধলাই খণ্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এসডিএমও ডাঃ দিলীপ পাল সহ বিভাগীয় কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক : বিবেক দাস, ভাগা।

Author

Spread the News