বরাক তরঙ্গ, ১৫ জানুয়ারি : আসাম রাইফেলসের জাতীয় সংহতি সফরে জিরি ইমা মেইরা পাইবি আপুনবা লুপ (জিমপাল), কলকাতায় পৌঁছাল দল। আসাম রাইফেলসের সিভিক অ্যাকশন প্রোগ্রামের আওতায় আয়োজিত জাতীয় সংহতি সফরে মণিপুরের জিরিবাম এলাকার জিরি ইমা মৈরা পাইবি আপুনবা লুপ (জিমপাল)-এর সদস্যরা কলকাতায় পৌঁছেছেন। এই সফরের উদ্দেশ্য দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে কাছ থেকে জানা ও জাতীয় সংহতির বার্তা ছড়িয়ে দেওয়া।
কলকাতায় অবস্থানকালে অংশগ্রহণকারীরা ভিক্টোরিয়া প্যালেসসহ শহরের বিভিন্ন ঐতিহ্যবাহী ও দর্শনীয় স্থান পরিদর্শন করেন। পাশাপাশি তারা ইকো পার্ক ঘুরে দেখেন, যেখানে বিশ্বের সাতটি আশ্চর্যের প্রতিরূপ স্থাপন করা হয়েছে।
সফরের পরবর্তী ধাপে দলটি ভুবনেশ্বরের উদ্দেশে রওনা দেবে। এই জাতীয় সংহতি সফরের মাধ্যমে সাংস্কৃতিক বিনিময় ও ঐক্যের চেতনাকে আরও বিস্তৃত করার লক্ষ্য নেওয়া হয়েছে।



