মোহনপুর-শালচাপড়া জেলা পরিষদ আসনে জয়ী নজরানা সংবর্ধনার জোয়ারে ভাসলেন

মোহনপুর-শালচাপড়া জেলা পরিষদ আসনে জয়ী নজরানা সংবর্ধনার জোয়ারে ভাসলেন

অনিতা পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১২ মে : কাটিগড়া বিধানসভা কেন্দ্রের মোহনপুর-শালচাপড়া জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী নজরানা বেগম মজুমদার ঐতিহাসিক বিজয় অর্জন করেছেন। তিনি বিজেপির রুমারানি দাসকে ৯০৬১ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
সোমবার সকালে এই আসনের ভোট গণনা সম্পন্ন হয়। পরে বিজয়ী প্রার্থী নজরানা বেগম মজুমদার শ্রীপুর কদমতলাস্থিত বাড়িতে ফেরার পর নজরানা বেগম ও কংগ্রেস নেতা বকুল মজুমদারকে বিপুল সংবর্ধনা প্রদান করেন সমর্থকরা।

নজরানা জানিয়েছেন, তিনি জনতার সমস্যা ও অভাব-অভিযোগের সমাধানের ওপর বিশেষ গুরুত্ব দেবেন। একইসঙ্গে তিনি এই জয়ের জন্য এলাকার নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এদিকে, ভ্রাতৃবধূ নজরানাকে টিকিট প্রদান করায় জেলা সভাপতি অভিজিৎ পালকে ধন্যবাদ জানান বকুল মজুমদার।

মোহনপুর-শালচাপড়া জেলা পরিষদ আসনে জয়ী নজরানা সংবর্ধনার জোয়ারে ভাসলেন
Spread the News
error: Content is protected !!