বিহুর মধ্যেই নির্বাচনী প্রচারে আসছেন মোদি
বরাক তরঙ্গ, ১ এপ্রিল : রঙালি বিহুতে অসমে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নির্বাচনের প্রচারে ১৭ এপ্রিল অসমে পৌঁছাবেন। বরপেটা লোকসভা কেন্দ্রের অন্তর্গত নলবাড়িতে একটি নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি।
বিজেপি-এজিপি জোটের প্রার্থী ফণিভূষণ চৌধুরীর পক্ষে প্রচার চালাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৭ মে বারপেটা লোকসভা কেন্দ্রে ভোট হবে।
মোদির ১৭ এপ্রিলের নির্বাচনী জনসভার পর ১৯ এপ্রিলে শোণিতপুর, কাজিরাঙা, যোরহাট, ডিব্রুগড় এবং লখিমপুর লোকসভা কেন্দ্রে প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তাই প্রথম দফার ভোটে নলবাড়িতে নির্বাচনী জনসভার প্রভাব নিশ্চিত।
নলবাড়ির ৩১ নং জাতীয় সড়কের পাশে বারকুড়া কৃষি জমিতে নির্বাচনী জনসভার প্রস্তুতি শুরু করেছে বিজেপি। স্থানীয় বিধায়ক ও মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া তত্বাবধানে রয়েছেন।
জানা যায়, সভার জন্য বিস্তীর্ণ কৃষি জমিতে তিনটি হেলিপ্যাড নির্মাণ করা হবে। শীঘ্রই অস্থায়ী হেলিপ্যাড নির্মাণের কাজ শুরু হবে। রাজ্য বিজেপি সমাবেশে যোগ দেওয়ার জন্য দুই লক্ষ লোকের সমাগম লক্ষ্য নির্ধারণ করেছে।