১৭ ডিসেম্বর : ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান ‘দ্য গ্রেট অনার নিশান অব ইথিওপিয়া’য় ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আদ্দিস আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি এই সম্মাননা প্রদান করেন।
প্রধানমন্ত্রী মোদিকে ভারত-ইথিওপিয়া অংশীদারিত্ব জোরদার করতে তাঁর অসাধারণ অবদান এবং একজন বিশ্বনেতা হিসেবে তাঁর দূরদর্শী নেতৃত্বের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে।
বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই পুরস্কার পাওয়া প্রথম বিশ্বনেতা নরেন্দ্র মোদি। এটি আন্তর্জাতিক মঞ্চে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের এক স্পষ্ট স্বীকৃতি।
পুরস্কার পাওয়ার পর প্রধানমন্ত্রী মোদি ‘এক্স’ হ্যান্ডলে লেখেন, “‘দ্য গ্রেট অনার নিশান অব ইথিওপিয়া’য় ভূষিত হতে পেরে আমি সম্মানিত। আমি এটি ভারতের ১৪০ কোটি মানুষের প্রতি উৎসর্গ করছি।” পরে তিনি উল্লেখ করেন, বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার এই দেশ থেকে পুরস্কার গ্রহণ তাঁর কাছে গভীর বিনম্রতা ও কৃতজ্ঞতার স্মারক।
পুরস্কার গ্রহণের পর, প্রধানমন্ত্রী মোদি তাঁর বন্ধু প্রধানমন্ত্রী আবি আহমেদ আলির প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “গত মাসে যখন দক্ষিণ আফ্রিকায় জি২০ শীর্ষ সম্মেলনে আমাদের দেখা হয়েছিল, তখন আপনি অত্যন্ত ভালোবাসা এবং অধিকারের সঙ্গে আমাকে ইথিওপিয়া পরিদর্শনের জন্য অনুরোধ করেছিলেন। আমার বন্ধু, আমার ভাইয়ের এই আমন্ত্রণ আমি কিভাবে প্রত্যাখ্যান করতে পারতাম? তাই, প্রথম সুযোগেই আমি ইথিওপিয়া আসার সিদ্ধান্ত নিয়েছিলাম।”
প্রধানমন্ত্রী মোদি এই সম্মানের জন্য আবি আহমেদ আলি এবং ইথিওপিয়ার জনগণকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি প্রধানমন্ত্রী আবির নেতৃত্ব এবং জাতীয় ঐক্য, স্থায়িত্বশীলতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রচারের জন্য তাঁর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এই উদ্যোগগুলো ইথিওপিয়ার ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জাতি গঠনে জ্ঞানের অপরিহার্যতা তুলে ধরে প্রধানমন্ত্রী মোদি জানান যে, এক শতাব্দীরও বেশি সময় ধরে ভারতীয় শিক্ষকদের ইথিওপিয়ার অগ্রগতি ও উন্নয়নে অবদান রাখা সম্মানের বিষয়। তিনি আরও বলেন, “আমরা ভারতে সব সময় বিশ্বাস করেছি… শিক্ষা যে কোনও দেশের ভিত্তিপ্রস্তর। আমি গর্বিত যে ইথিওপিয়া এবং ভারতের সম্পর্কের ক্ষেত্রে আমাদের শিক্ষকদের অবদানই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
মোদি জোর দিয়ে বলেন, ভারত ইথিওপিয়ার সঙ্গে এমন অংশীদারিত্ব এগিয়ে নিতে বদ্ধপরিকর, যা বৈশ্বিক চ্যালেঞ্জগুলির সমাধান আনবে এবং নতুন সুযোগ তৈরি করবে। এই পুরস্কার তিনি সেই সকল ভারতীয় ও ইথিওপীয় মানুষকে উৎসর্গ করেন, যারা যুগের পর যুগ ধরে দ্বিপাক্ষিক সম্পর্ককে লালন করেছেন। ১.৪ বিলিয়ন ভারতীয়ের পক্ষ থেকে তিনি এই সম্মানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


