মোদির মুকুটে ২৯তম আন্তর্জাতিক পালক, ‘অর্ডার অফ ওমান’ সম্মান  সুলতানের

১৯ ডিসেম্বর : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুকুটে যুক্ত হল আরও একটি আন্তর্জাতিক পালক। বৃহস্পতিবার ওমান সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রীকে ওমানের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘অর্ডার অফ ওমান’ (Order of Oman) প্রদান করেন সুলতান হাইথাম বিন তারিক (Haitham bin Tarik)। দুই দেশের মধ্যে কৌশলগত এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে মোদির দূরদর্শী নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এই সম্মান প্রদান করা হয়েছে।প্রধানমন্ত্রীর এই সফরটি ভারত ও ওমানের কূটনৈতিক সম্পর্কের ৭০তম বর্ষপূর্তিতে অনুষ্ঠিত হওয়ায় এর গুরুত্ব অপরিসীম।

মাস্কাটের আল বারাকা প্রাসাদে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। এর আগে তিনি বিমানবন্দরে অবতরণ করলে তাঁকে রাজকীয় ‘গার্ড অফ অনার’ দিয়ে স্বাগত জানানো হয়। সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী ও সুলতান হাইথাম বিন তারিকের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

ওমানের এই সম্মাননা প্রধানমন্ত্রী মোদির ঝুলিতে আসা ২৯তম আন্তর্জাতিক সম্মান। উল্লেখ্য যে, এই ওমান সফরের ঠিক আগেই তিনি ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান ‘নিশান অফ ইথিওপিয়া’ (Nishan of Ethiopia) এবং কুয়েতের ‘অর্ডার অফ মুবারক আল-কাবীর’ (Order of Mubarak Al-Kabeer) লাভ করেছিলেন। জর্ডন ও ইথিওপিয়া সফর শেষ করে বুধবার তিন দেশীয় সফরের চূড়ান্ত পর্যায়ে তিনি ওমানে পৌঁছান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *