হিন্দি বলয়ে গেরুয়া ঝড়, নারীশক্তিকে অভিনন্দন মোদির

৩ ডিসেম্বর : হিন্দি বলয়ে গেরুয়া ঝড়। এক কথায় কংগ্রেস সাফ। রবিবার ভোট গণনায় চার রাজ্যের মধ্যে তিন রাজ্যে বিজেপির জয় জয়কার। ইতিমধ্যে ৯০ আসনের ছত্তিশগড় রাজ্যের গণনা সম্পন্ন হয়েছে। সকাল থেকেই কাঁটায় কাঁটায় টক্কর চলছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শুরু থেকেই অল্প ব্যবধানে হলেও লিড ধরে রেখেছিল কংগ্রেস। কিন্তু বেলা বাড়তেই খেলা ঘুরতে শুরু করেছে। অবশেষে ৫৪টি আসনে জয়ী হয় বিজেপি ও তার শরিক দল। কংগ্রেস ও তার শরিক দল পেয়েছে ৩৫টি আসন। বিএসপি ঝুলিতে ১টি আসন। ম্যাজিক ফিগার ৪৬।

মধ্যপ্রদেশে ২৩০ আসনের মধ্যে ১৪টি কেন্দ্রের গণনা চলছে। এরমধ্যে ১৫৪টি আসনে জয়ী হয়েছে বিজেপি জোট। এখনও লিড করছে ৮ টি আসনে। কংগ্রেস জোট ৫৯টি আসন জয়ী হয়। ৬টি আসনে এগিয়ে রয়েছে। অন্যান্য দল মাত্র একটি আসন পেয়েছে। সরকার গঠনে প্রয়োজন ১১৬ বিধায়কের।

রাজস্থানে ১৯৯টি কেন্দ্রের মধ্যে বিজেপি জোট জয়লাভ করছে ১১৫টি আসনে। কংগ্রেস জোট ৬৯ জয়ী হয়। একটি আসনে লিড করছে। এ ছাড়া ৮ জন নির্দল প্রার্থী জয়ী হন। ৬ টিআসনে অন্যান্য দল দখল করেছে। রাজস্থানে ম্যাজিক ফিগার ১০০।

তেলেঙ্গানায় জয়লাভ করে কংগ্রেস জোট। তারা ৬৫ আসনে জয়ী হয়। বিআরএস ৩৮টি কেন্দ্রে জয়ের পাশাপাশি একটি আসনে লিড করছে। বিজেপি জোট ৮ ও অন্যান্য দল পেয়েছে ৭টি আসন। সংখ্যাগরিষ্ঠতা সংখ্যা হল ৬০।  

এ দিকে, রবিবার দিল্লিতে বিজেপির সদর দপ্তর থেকে ফের একবার নারীশক্তির হয়ে জোর সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘দেশের নারীশক্তিকে বিশেষভাবে অভিনন্দন জানাই। বিজেপি নারীদের প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ করা হবে। এটাই মোদির গ্যারান্টি। এই হ্যাটট্রিকেই চব্বিশের হ্যাটট্রিকের গ্যারান্টি দিল ’ তিনি বলেন, ‘সবকা সাথ, সবকা বিকাশের জয় হয়েছে। আত্মনির্ভর ভারতের জয় হয়েছে। দেশের বিকাশের জন্য রাজ্যের বিকাশ সবার আগে দরকার। সকল ভোটার যাঁরা নিজেদের রাজ্যের উন্নতির জন্য ভোট দিয়েছেন তাঁদের ধন্যবাদ। ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশবাসীদের অনেক ধন্যবাদ। তেলেঙ্গানাবাসীদেরও ধন্যবাদ।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমার দায়িত্ব আরও বেড়ে গেল। এই ভোটে দেশে জাতিবিভেদ নিয়ে অনেক কথা উঠেছিল। তবে চারটি জাতি আমার কাছে প্রধান। নারীশক্তি, যুবশক্তি, কিষাণ এবং গরিব পরিবার। এরা যদি ভালো থাকে তবে দেশ ভালো থাকবে। বিভেদের রাজনীতির বিরুদ্ধে ভোট দিয়েছে মানুষ।’ তিনি আরও বলেন, ‘যেখানে সরকার সাধারণ মানুষের ক্ষতি করেছেন সেখানেই তাদের বিতাড়িত করেছে আমজনতা। বিজেপি পারে সকলের জন্য কাজ করতে। দেশের যুবশক্তি জানে বিজেপি সরকার যুবদের হয়ে কাজ করেছে। আদিবাসীদের পাশেও রয়েছে মোদি সরকার। আদিবাসী সমাজই কংগ্রেসকে সাফ করে দিয়েছে।’ 

এদিন ফের একবার ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে বলেন, মিডিয়াতে খবর করে জোট করা যায়। কিন্তু দেশের উন্নতি করা যায় না। কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ নয়ছয় করা হয়েছে বলেও এদিন ফের একবার দাবি করেন প্রধানমন্ত্রী।

অন্যদিকে, কংগ্রেসের এই বেহাল দশা নিয়ে ইতিমধ্যেই কানাঘুষো শুরু হয়ে গিয়েছে ইন্ডিয়া ব্লকের অন্দরমহলে। কেউ কেউ প্রকাশ্যেও মুখ খুলতে শুরু করেছেন। যেমন বর্ষীয়ান জেডিইউ নেতা কেসি ত্যাগী কোনও রাখঢাক না রেখেই বলে দিয়েছেন, “কংগ্রেসের পরাজয় মানে ইন্ডিয়া ব্লকের পরাজয় নয়।”

Author

Spread the News