রাজ্যে দু’টি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, বহিষ্কার ৬, বরখাস্ত শিক্ষক

বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : এত চেকিঙের পরও কী ভাবে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ডিভাইস পৌঁছে এনিয়ে প্রশ্ন উঁকি মারছে বিভিন্ন মহলে। সোমবার রাজ্যের দু’টি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন দেখে পরীক্ষা দিতে গিয়ে বহিষ্কৃত হলেন ছয় পড়ুয়া। তামুলপুরে তিন পরীক্ষার্থী ও কাছাড়ের কাটিগড়ার তিনজন বহিষ্কার করা হয়। সাময়িক বরখাস্ত করা হল কেন্দ্রের দায়িত্বে থাকা পরীক্ষককে। বরখাস্ত হওয়া পরীক্ষক তামুলপুর কেন্দ্রের হেমাঙ্গ শর্মা। মোবাইল দেখে পরীক্ষায় লিখছিল পরীক্ষার্থী তা দেখেও বাধা প্রদান না করায় শর্মাকে বরখাস্ত করা হয়েছে।
এ দিকে, কাটিগড়ার কালাইনে হায়ার সেকেন্ডারি পরীক্ষাকেন্দ্রে ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা। পরীক্ষার্থীর হাতে মিলল মোবাইল। এমনকি প্রশ্নপত্র ফাঁস হয়েছে এমন অভিযোগ উঠে। তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। তবে মোবাইলযোগে প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা পুরোপুরি অস্বীকার করেন স্কুলপ্রধান সিরাজুল আম্বিয়া।তিনি জানান, দুপুর অনুমানিক ২টা নাগাদ তিনজন ছাত্রের কাছ থেকে দু’টো মোবাইল উদ্ধার করা হয়েছে। তিনজনকে বহিষ্কার করা হয়েছে।
