তিন হেক্টর জমিতে থাকা ছয় হাজার গাঁজার গাছ ধ্বংস মণিপুরে


বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : ছয় হাজার গাঁজার গাছ উপড়ে ফেলল আসাম রাইফেলস ও মণিপুর পুলিশ। অবৈধ মাদক চাষের বিরুদ্ধে আসাম রাইফেলস এবং মণিপুর পুলিশ  যৌথ অভিযানে সোমবার একটি বড় গাঁজার বাগান ধ্বংস করে। এই অভিযানটি ফেরজওয়াল জেলার সাইকুলফাই এবং ভাঙ্গাই রেঞ্জের মধ্যে ছিল। প্রায় তিন হেক্টর জমিতে ছড়িয়ে থাকা প্রায় ছয় হাজার গাঁজার গাছ তুলে পুড়িয়ে দেওয়া হয়। ধ্বংস হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায়  দশ লক্ষ টাকা। এই অভিযান এ অঞ্চলে অবৈধ মাদক চাষ রোধে একটি বড় সাফল্য।

তিন হেক্টর জমিতে থাকা ছয় হাজার গাঁজার গাছ ধ্বংস মণিপুরে

এই অভিযানটি মণিপুরে মাদক উৎপাদন ও পাচারের বিরুদ্ধে লড়াইয়ে অঙ্গ ছিল। নিরাপত্তা বাহিনী মাদকবিরোধী অভিযান জোরদার করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে। যুবসমাজ ও সমাজকে মাদকের অপব্যবহারের বিপদ থেকে রক্ষা করতে এই ধরনের অবৈধ কার্যকলাপ নির্মূল করা হবে বলে জানায় আসাম রাইফেলস।

তিন হেক্টর জমিতে থাকা ছয় হাজার গাঁজার গাছ ধ্বংস মণিপুরে
তিন হেক্টর জমিতে থাকা ছয় হাজার গাঁজার গাছ ধ্বংস মণিপুরে

Author

Spread the News