সুজামের বিক্ষুব্ধ লবিকে নিয়ে ম্যারাথন বৈঠক বিধায়ক করিমের

সুজামের বিক্ষুব্ধ লবিকে নিয়ে ম্যারাথন বৈঠক বিধায়ক করিমের

এবি লস্কর, লালা।
বরাক তরঙ্গ, ২৮ মার্চ : সুজামের বিক্ষুব্ধ লবিকে বাগে আনতে বিধায়ক সাজুর নেতৃত্বে রুদ্ধদ্বার বৈঠক নিজামের বাসভবনে। বিধায়ক নিজামের নেতৃত্বে সুজাম বিক্ষুব্ধরা পারুলের হয়ে মাঠে ঝাঁপবেন। বুধবার রাত ১০ টায় বিধায়ক নিজাম চৌধুরী আলগাপুরস্থিত বাসভবনে প্রায় পাঁচ শতাধিক সুজাম বিমুখ ইউডিএফ কর্মীর উপস্থিতিতে ম্যারাথন বৈঠক অনুষ্ঠিত হয়। ঘাড়মুড়া-জামিরা জেলা পরিষদ সদস্য মওলানা সালেহ আহমদ মজুমদার এর পৌরোহিত্যে অনুষ্ঠিত ম্যারাথন বৈঠকে বিক্ষুব্ধ কর্মীরা বিধায়ক সুজামের সংগে সৃষ্টি হওয়া সংঘাতের প্রেক্ষাপট তুলে ধরে আসন্ন নির্বাচনে ইউডিএফ প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরীর পক্ষে প্রচারাভিযান চালাতে একজন বিধায়কের নেতৃত্ব কামনা করেন। যেহেতু কাটলিছড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্করের সাথে ইউডিএফ কর্মীদের একাংশের সংগে মনোমালিন্য দেখা দেওয়ায় তারা এখন সুজাম বিমুখ। সুজামের নেতৃত্বে কোন প্রচারাভিযান বা সভা সমিতিতে অংশ গ্রহণ করবেন না তাদের সাফ কথা। এমন অবস্থায় দলীয় অন্তর্রকোন্দলের জেরে যদি সাহাবুলের পক্ষে ভোট না আসে তাহলে পরাজয় বরণ করতে হবে। এমন উদ্ভট পরিস্থিতি আঁচ করতে পেরে সোনাই বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়ার আহ্বানে এক বৈঠকের আয়োজন করা হয়।

বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া তার বক্তব্যে বলেন, পরিবারের মধ্যে তিন চার জন লোক থাকলে কোথাও না কোথাও কিছুটা মনোমালিন্য দেখা দেয় যা স্বাভাবিক। তবে এ বিষয়ে এখন আলোচনা না করে পারুল চৌধুরীকে জিতিয়ে আনতে সবাইকে একজোট মাঠে নামতে আহ্বান জানান। আর এই বিক্ষুব্ধ কর্মীদের সঙ্গ দেবেন আলগাপুরের বিধায়ক হাজি নিজাম উদ্দিন চৌধুরী। করিম উদ্দিন বড়ভূইয়ার এমন ঘোষণার পর উপস্থিত প্রায় পাঁচ শতাধিক কর্মী করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের এআইইউডিএফের মনোনিত প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী (পারুল) এর নির্বাচনী পালে হাওয়া তুলতে একমত হন।

সুজামের বিক্ষুব্ধ লবিকে নিয়ে ম্যারাথন বৈঠক বিধায়ক করিমের

এদিনের ম্যারাথন  করিম উদ্দিন বড়ভূইয়া কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে একহাত নিয়ে বলেন, হাফিজ সাহেবকে বার বার বলা হয়েছিল ইউডিএফ থেকে প্রতীদন্ধীতা করার জন্য। যে বৈঠকে বরাকের বিদগদ্ধ ইসলামকি পণ্ডিতরা উপস্থিত ছিলেন, কিন্তু তিনি কোন রহস্যে হঠাৎ করে বিধায়ক কমলাক্ষের হাত ধরে কংগ্রেসে যোগদান করলেন। তিনি করিমগঞ্জ লোকসভার ভোটারদেরকে আহ্বান জানান, হাফিজ রশিদ আহমেদকে ভোট দিয়ে বিজেপির জয়কে যেন সহজ করে  দেওয়া না হয়।

সুজামের বিক্ষুব্ধ লবিকে নিয়ে ম্যারাথন বৈঠক বিধায়ক করিমের

এদিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলগাপুরের বিধায়ক হাজি নিজাম উদ্দিন চৌধুরী, এআইইউডিএফ প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী, ঘাড়মুড়া জামিরা জেলা পরিষদ সদস্য মওলানা সালেহ আহমদ মজুমদার, বলদাবলদি নন্দগ্রাম জিপি সভাপতি আব্দুল কালাম লস্কর, কারিছড়া দাড়িয়ারঘাট জিপি সভানেত্রীর প্রতিনিধি ফরিদুল ইসলাম বাচ্চু, কাটলিছড়া যুব ইউডিএফের সভাপতি রাজন লস্কর প্রমুখ।

Author

Spread the News