বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম খুব শীঘ্রই মুক্ত আকাশের নিচে ফিরতে চলেছেন। দেশদ্রোহিতার অভিযোগে প্রায় ২১৭ দিন কারাবন্দী অবস্থায় থাকা বিধায়ক মুক্তি পাচ্ছেন। এনএসএ মামলায় আটক এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলামকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে গৌহাটি হাইকোর্ট। হাইকোর্ট আমিনুল ইসলামের গ্রেফতারকে বেআইনি ঘোষণা করেছে।
আজ, ২৭ নভেম্বর গৌহাটি উচ্চ আদালতের দুই বিচারকের বেঞ্চ আমিনুল ইসলামকে দোষমুক্ত ঘোষণা করেছে। আদালত তাঁর দ্রুত মুক্তির নির্দেশও প্রদান করেছে। দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী থাকা আমিনুল ইসলামের মুক্তিকে কেন্দ্র করে বিধায়ক আশরাফুল হোসেন সামাজিক মাধ্যমে লিখেছেন “মুক্ত আকাশের নিচে ফিরে আসছেন কারাবন্দী বিধায়ক হাজি আমিনুল ইসলাম। আজ গৌহাটি হাইকোর্টের দুই বিচারকের বেঞ্চ তাঁকে দোষমুক্ত ঘোষণা করার পাশাপাশি জেল থেকে মুক্তির রায় দিয়েছে। হাজি আমিনুল ইসলাম সাহেবের পক্ষে আইনজীবী শান্তনু বরঠাকুর দীর্ঘদিন ধরে এই আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন। রাজনৈতিক কারণে ২১৭ দিনের কারাবাস! এই দিনগুলো কে ফিরিয়ে দেবে? কেন এমন রাজনৈতিক প্রতিহিংসা?”
উল্লেখ্য, পুলওয়ামা ঘটনার পর বিতর্কিত মন্তব্য করার অভিযোগে ধিংয়ের এই বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছিল।


