মনোনয়ন জমা দিলেন মিশন-রামেশ্বর
বরাক তরঙ্গ, ২১ আগস্ট : বুধবার রাজ্যসভার দুটি শূন্য আসনের জন্য বিজেপির দুই নেতা মনোনয়ন জমা দিয়েছেন। রামেশ্বর তেলি এবং মিশন রঞ্জন দাস রাজ্যসভার প্রার্থী হবেন। আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে এই দুই বিজেপি নেতা আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়নপত্র জমা দেন।
রামেশ্বর তেলি আগে দুলিয়াজান বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। তিনি ডিব্রুগড় লোকসভার কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও ছিলেন। মিশনরঞ্জন দাস উত্তর করিমগঞ্জ কেন্দ্র থেকে চারবার প্রাক্তন বিধায়ক। রাজ্যসভা নির্বাচনের জন্য বিরোধীরা এখনও তাদের প্রার্থী ঘোষণা করেনি।