প্রাক্তন বিচারপতির নামে ‘নিখোঁজ’ পোস্টার! নন্দীগ্রামে অভিজিৎকে ঘিরে তুঙ্গে রাজনৈতিক শোরগোল

২৪ ডিসেম্বর : ২০২৪-এর লোকসভা নির্বাচনে জয়ের এক বছর কাটতে না কাটতেই নিজের সংসদীয় এলাকা নন্দীগ্রামে ‘নিখোঁজ’ পোস্টারের মুখে পড়লেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার নন্দীগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে তাঁর ছবি দেওয়া এই পোস্টার ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য তুঙ্গে। তবে পাল্টা আক্রমণ শানাতে ছাড়েননি বিতর্কিত এই নেতাও।

পোস্টারে কী লেখা আছে? নন্দীগ্রামের একাধিক জায়গায় দেখা যাচ্ছে সাদা-কালো পোস্টার, যেখানে বড় বড় অক্ষরে লেখা— “সন্ধান চাই, নিখোঁজ, অভিজিৎ গাঙ্গুলি এম পি-কে দেখেছেন??” নিচে অনুরোধ করা হয়েছে, “কোনো সহৃদয় ব্যক্তি সন্ধান পাইলে নন্দীগ্রামের জনগণের সহিত যোগাযোগ করুন।” স্থানীয়দের একাংশের দাবি, জেতার পর এলাকায় সাংসদকে বিশেষ দেখা না মেলাতেই এই ক্ষোভের বহিঃপ্রকাশ।

তরজা তুঙ্গে তৃণমূল নেতা সামসুদ ইসলামের দাবি, “ব্রিগেডের ঘটনার পর বিজেপিরই একটা গোষ্ঠী তাঁর ওপর ক্ষুব্ধ হয়ে এই কাজ করেছে।” যদিও বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। গেরুয়া শিবিরের দাবি, সোমবারই নন্দীগ্রামে ঠাসা কর্মসূচি ছিল সাংসদের, তাই রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে তৃণমূলই এসব সস্তার প্রচার করছে।

নিজের নিখোঁজ পোস্টার নিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই প্রতিক্রিয়া দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “সাংসদ বসে নেই, এমপি ফান্ডের টাকায় নন্দীগ্রামে কাজ হচ্ছে। এরপরেও কেউ আমাকে দেখতে না পেলে তাঁদের চোখের ডাক্তার দেখানো উচিত। প্রয়োজনে আমেরিকায় গিয়ে চোখের চিকিৎসা করান।”
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *