ইজরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র
১ অক্টোবর : এবার পাল্টা হামলা চালান ইরান। ইজরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে ইরান। ইজরায়েল সাধারণ মানুষদের বোম সেল্টারে সরিয়ে নিয়ে গেছে। মঙ্গলবার তেমনই জানিয়েছে ইজরায়েল সামরিক বাহিনী। হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে ইসরায়েলের স্থল অভিযান ও বেইরুটে ইজরায়েলের হামলায় জঙ্গি সংগঠনের কমান্ডার হাসান নাসরাল্লাহ এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের একজন শীর্ষ কর্মকর্তা নিহত হওয়ার কয়েকদিন পর এই হামলার ঘটনা ঘটে।
মিসাইল ইজরায়েলের ভূখণ্ডে আঘাত হানার খবর দেশটির সেনাহানির মুখপাত্র ড্যানিয়েল হ্যাগেরি স্বীকার করলেও আক্রান্ত স্থানের ব্যাপারে মুখ খুলেননি।ধারণা করা হচ্ছে, ইজরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ছিল ইরানের ছোড়া মিসাইলের লক্ষ্যবস্তু।