মাতৃভূমির নাইট ফুটবলে চ্যাম্পিয়ন মরিয়ম এফসি

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ৪ ডিসেম্বর : ধলাই চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ নকআউট সিক্স-এ সাইড নাইট ফুটবল টুর্নামেন্টে খেতাব অর্জন করল ভাগাবাজারের মরিয়ম মোবাইল স্টোর এফসি। প্রথমবারের মতো ধলাইর মাঠে ফ্লাডলাইটে অনুষ্ঠিত টানটান উত্তেজনাপূর্ণ মেগা ফাইনালে বিপক্ষ বাবলু লস্করের স্পন্সরশিপে ডিমা ডাউলিং এফসি ধলাইকে ২-০ গোলের ব্যবধানে পরাস্ত করে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে ভাগাবাজারের দলটি। 

বৃহস্পতিবার রাতে ধলাইর বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রথমার্ধে একটি এবং দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে মরিয়ম মোবাইল স্টোর এফসি। রানার্স দল কোন গোল করতে সক্ষম হয়নি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মরিয়ম মোবাইল স্টোর এফসি দলের জার্সি নম্বর ১১ খেলোয়াড় বিয়াক্কিমা। তার হাতে ব্যক্তিগত তরফে আর্থিক পুরস্কার দিয়ে সম্মানিত করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক আনোয়ার হোসেন লস্কর সিপার। 

এদিন চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি সহ নগদ পনেরো হাজার টাকার অর্থরাশি তুলে দেন এদিনের মুখ্য অতিথি ধলাই বিধায়ক নীহাররঞ্জন দাস। রানার্স দল ট্রফি সহ নগদ দশ হাজার টাকার আর্থিক পুরস্কার লাভ করে। ফাইনাল খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী, ধলাই থানার ভারপ্রাপ্ত অফিসার কুলেন্দ্র হুজুরি, মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি সিতাংশু দাস, বিশিষ্ট ক্রীড়া সংগঠক তুষার কান্তি বর্মণ ও ইন্দ্রজিৎ সিংহ, শিলচর স্পোর্টিং ক্লাবের প্রচার সম্পাদক কমলেশ দাশ, সমাজসেবী জয়ন্ত পাল, সাবিল হোসেন লস্কর, মাতৃভূমি-র সহ-সভাপতি চপল কুমার দাস ও লীলা পুরকায়স্থ, সাধারণ সম্পাদক অশোককুমার দাস, ক্রীড়া সম্পাদক পিংকু বর্মণ সহ অন্যান্যরা। আয়োজক মাতৃভূমি-র সভাপতি সিতাংশু দাস নিজের স্বাগত বক্তব্যে টুর্নামেন্টকে সফল রূপ দিতে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে ফুটবল টুর্নামেন্টকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় খেলা সম্প্রচার করেছেন তারজন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। পাশাপাশি ধলাই সমজেলা প্রশাসন, ধলাই পুলিশ প্রশাসন, স্কুল কর্তৃপক্ষ ও মাতৃভূমি-র সকল কর্মকর্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ধলাই স্কুলের মাঠের উন্নয়নে সাংসদ পরিমল শুক্লবৈদ্য, প্রাক্তন সাংসদ ডাঃ রাজদীপ রায় ও সন্তোষমোহন দেব ও বর্তমান বিধায়ক নীহাররঞ্জন দাস যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তারজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিন মুখ্য অতিথির বক্তব্যে বিধায়ক নীহাররঞ্জন দাস দক্ষিণ কাছাড়ে খেলাধূলা ও সাংস্কৃতিক জগতে মাতৃভূমি সামাজিক সংস্থা যেভাবে অগ্রণী ভূমিকা পালন করে আসছে তারজন্য মাতৃভূমি-র সভাপতি সীতাংশু দাস সহ সংস্থার সকল কর্মকর্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন ধলাই কেন্দ্রের সার্বিক উন্নয়নে তিনি তৎপর থাকবেন। মাতৃভূমি সামাজিক সংস্থাকে একটি ব্রেণ্ড হিসাবে আখ্যায়িত করেন বিধায়ক, কারণ খেলাধূলা তথা সাংস্কৃতিক জগতে এই সংস্থা যেভাবে নিরলস কাজ করে যাচ্ছে তাই নতুন করে এই সংস্থার পরিচয় দিতে হবে না বলে মন্তব্য করেন বিধায়ক। উল্লেখ্য এদিন খেলা পরিচালনা করেন শামিম আহমেদ বড়ভূইয়া, কমরুজ্জামান লস্কর, বুলবুল লস্কর, প্রবীণ বর্মণ, শঙ্কর ভট্টাচার্য প্রমুখ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *