মিজোরামের ভাইরেংটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু বৃদ্ধার

বরাক তরঙ্গ, ৮ মার্চ : মিজোরামের ভাইরেংটি আইওসি ভেনগাহ-তে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। অগ্নিকাণ্ডে এক বৃদ্ধার মৃত্যু ঘটেছে বলে জানা যায়। শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ বিধ্বংসী অগ্নিকাণ্ডটি সংঘটিত হয়। পি চুয়ানার বাড়ি এবং কাছাকাছি থাংমাউইতের বাড়িতে আগুন লাগে। তিনটি পরিবারের লোকরা কাজের জন্য বাইরে ছিলেন, একটি পরিবার তাদের মা লালির (৮৯) বাড়িতে ছিলেন। আগুনে ওই মহিলা প্রাণ হারাণ। তিনি ঠিকমতো হাঁটতে না পেরে আগুনে পুড়ে মারা যান।

মিজোরামের ভাইরেংটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু বৃদ্ধার

Author

Spread the News