পাথারকান্দিতে বাইক র্যালি ও সচেতনতা সভা মন্ত্রীর
বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : করিমগঞ্জ জেলা পরিবহণ বিভাগের ব্যবস্থাপনায় পথ সুরক্ষায় সচেতনতা গড়ার লক্ষ্যে ভারত-বাংলা সীমান্ত জেলা করিমগঞ্জের প্রান্তিক শহর পাথারকান্দিতে বাইক র্যালি করে সচেতনতা সভায় উপস্থিত হন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। করিমগঞ্জ জেলা পরিবহণ বিভাগের আধিকারিক সহ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টচার্যকে সঙ্গে নিয়ে পাথারকান্দিতে উপস্থিত হন মন্ত্রী। বুধবার পাথারকান্দি টাউন কালীবাড়ির সামনে বিশিষ্ট শিক্ষাবিদ শ্যামাপদ দে-র পৌরহিত্যে সচেতনতা সভায় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বক্তব্য রাখতে গিয়ে আগামী দিনগুলোতে দুর্ঘটনা মুক্ত একটি সুন্দর অসম গড়ার আহ্বান জানান। পাশাপাশি ট্রাফিক বিধি মেনে চলার আহ্বান করেন।
মন্ত্রী এও জানান, আগামী দিনে অসমকে দুর্ঘটনা মুক্ত করে তুলতে চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে মাসব্যাপী পথ সুরক্ষা মাস পালিত হয়ে আসছে এবং তা চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এই এক মাস ব্যাপী তিনি অসমের প্রতিটি বিধানসভা এলাকায় বাইক নিয়ে পথ সুরক্ষার বার্তা দিতে ব্যাপক প্রয়াস চালিয়ে যাচ্ছেন। তাঁর কথায় ট্রাফিক বিধি মেনে চললে বিভিন্ন দুর্ঘটনা এড়ানো সম্ভব। এক্ষেত্রে সরকার সহ জনগণকে এগিয়ে আসতে হবে। এছাড়াও সভায় পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল যাদবও সবাইকে ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।