শ্রীভূমিতে পর্যালোচনা বৈঠক মন্ত্রী রঞ্জিত দাসের

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৬ ডিসেম্বর : ঠাসা কর্মসূচির মধ্যেই শ্রীভূমি জেলায় উপস্থিত হলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, বিচার বিভাগ, সাধারণ প্রশাসন ও পর্যটন বিভাগের মন্ত্রী রঞ্জিত দাস। জেলার সার্বিক উন্নয়ন, সরকারি প্রকল্পের অগ্রগতি এবং পঞ্চায়েত ব্যবস্থা আরও গতিশীল করার উদ্দেশ্যে তিনি সোজা যান জেলা আয়ুক্ত কার্যালয়ে। জেলা আয়ুক্ত কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত আয়ুক্ত, জেলা পরিষদের চেয়ারম্যান, ভাইসচেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিক, ব্লক প্রশাসনের প্রতিনিধিরা এবং পঞ্চায়েত বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা। সার্বিকভাবে জেলার উন্নয়নমূলক কার্যসূচির খুঁটিনাটি নিয়ে প্রায় দীর্ঘ সময় ধরে আলোচনা করেন মন্ত্রী।

বৈঠকে প্রধানমন্ত্রী আবাস যোজনা, স্বনির্ভর গোষ্ঠীর অগ্রগতি, গ্রামীণ সড়ক নির্মাণ, পানীয়জলের সমস্যা, বহুপুরাতন রাস্তা সংস্কার, পর্যটন প্রকল্পের উন্নয়নসহ নানা বিষয়ে বিস্তারিত রিপোর্ট উপস্থাপন করা হয়। প্রতিটি বিষয়ে মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় নির্দেশ দেন মন্ত্রী রঞ্জিত দাস। তিনি জেলার প্রশাসনিক কর্তা ও কর্মীদের স্বচ্ছতা, গতি এবং সময়নিষ্ঠতার সঙ্গে সরকারি প্রকল্প রূপায়ণের নির্দেশ দেন। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে প্রকল্পগুলোর কাজে আর দেরি বা গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।

পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রতিটি প্রকল্পের সঠিক ও দ্রুত রূপায়ণ নিশ্চিত করতে আমরা জেলা প্রশাসনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি। শ্রীভূমির উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ।মন্ত্রী আরও জানান, পর্যটনক্ষেত্রে শ্রীভূমিকে এগিয়ে নিয়ে যেতে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জেলার অর্থনৈতিক কাঠামো আরও মজবুত হবে। দিনের শেষে জেলার সাধারণ মানুষ, জনপ্রতিনিধি ও প্রশাসনিক মহলে মন্ত্রীর এই সফরকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *