করিমগঞ্জে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন মন্ত্রী পীযূষ

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২০ মার্চ : করিমগঞ্জ নির্বাচনী হাওয়া সরগরম হয়ে উঠছে। মুখ্যমন্ত্রীর পর মন্ত্রী পীযুষ হাজরিকা পোঁছে প্রচারে ঝড় তুললেন। বুধবার তথ্য ও জনসংযোগ বিভাগের মন্ত্রী নির্বাচনী কার্যালয় উদ্বোধন থেকে জনসভায় অংশ নিলেন। এ দিন  উত্তর করিমগঞ্জের গিরীশগঞ্জ বাজারে নির্বাচনীয় জনসভা উপস্থিত হয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরার পর মন্ত্রী পীযূষ হাজরিকা বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

পাশাপাশি মন্ত্রী পীযূষ বলেন, অসমে এ পর্যন্ত যতটি যোগদানের কার্যসূচি অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের মাধ্যমে সবথেকে বড় যোগদান কার্যক্রম  হয়েছে আজ। করিমগঞ্জের বিজেপিতে যোগদানের প্রসঙ্গ নিয়ে মন্ত্রী হাজরিকা সভাস্থল থেকেই রাজ্যের মূখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাকে বার্তা দিয়েছেন বলেও উল্লেখ করেন করেন।

করিমগঞ্জে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন মন্ত্রী পীযূষ

এদিনের এই নির্বাচনি সভায় মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন ইউডিএফ  এবং কংগ্রেস সাম্প্রদায়িক দল, এই দলগুলিকে ভোট দিলে জনগণ লাভবান হবেন না। তাই কংগ্রেস ইউডিএফকে ভোট না দিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃপানাথ মালাকে ভোট দিয়ে ফের দিল্লিতে পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি।

করিমগঞ্জে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন মন্ত্রী পীযূষ

এদিকে গিরীশগঞ্জের নির্বাচনীয় জনসভায় জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য, পাথারকান্দি সমষ্টির বিধায়ক কৃষ্ণেন্দু পাল,  রাতাবাড়ির সমষ্টির বিধায়ক বিজয় মালাকার, বিজেপি নেত্রী মুন স্বর্ণকার, অমরেশ রায়, সহ জেলা বিজেপির অনেকেই উপস্থিত ছিলেন।

Author

Spread the News