পোর্টাল : সীমা লঙ্ঘন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, বললেন মন্ত্রী পীযূষ

বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর : চ্যানেল হিসেবে কাজ করে যাওয়া একাংশ ‘পর্যবেক্ষণহীন’ নিউজ পোর্টালের ক্রমবর্ধমান জনপ্রিয়তা নিয়ে আশঙ্কা জাহির করলেন তথ্য ও জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজরিকা। সবাইকে এ ব্যাপারে সতর্কতা অবলম্বনের শলা দিয়ে তিনি বলেন, এসব পোর্টালে প্রায়শই ভুল তথ্য প্রচার করা হচ্ছে। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারেন। তাঁর কথায় এই ডিজিটাল ফোরামগুলি সাংবাদিকতার আড়ালে প্রকাশের নির্দেশিকা ভঙ্গ করে বেশিরভাগ সময়ই সাংবাদিকতার নীতিমালা লঙ্ঘন করছে। যদিও পর্যবেক্ষণ বলছে, বেশিরভাগ নিউজ পোর্টাল-ই সাংবাদিকতার যথাযথ মান বজায় রাখার পাশাপাশি তথ্যের উৎস হিসেবে নিজেদের উপস্থাপন করছে।

মন্ত্রী হাজরিকা বলেছেন, তারা দায়িত্বশীল সাংবাদিকতার মৌলিক মানগুলিকে বজায় রাখতে ব্যর্থ হয়েছে, এটা বিপজ্জনক। কারণ এ ধরনের প্রচার অন্যদের ভুল তথ্য পরিবেশন করার পাশাপাশি রাষ্ট্রদ্রোহী উপাদানও ছড়িয়ে দেয়। এ সব কথা উল্লেখ করে তিনি বলেন, ‘অপপ্রচার রুখতে কঠোর ব্যবস্থা নিতে হবে। কেননা, সাংবাদিকতার নামে বেশ কিছু পোর্টাল কোনও নির্দেশিকা অনুসরণ না করেই সংবাদ সম্প্রচার করছে। আমি সবাইকে যথাযথ মান অনুসরণ করার জন্য আবেদন করছি। অন্যথায় সীমা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ হাজরিকার কথায় অসম সরকার যে সতর্কতার পরিচয় দিয়েছে তা নিশ্চিত করার জন্য মিডিয়া আউটলেটগুলি বিশেষ করে ডিজিটাল এবং টেলিভিশন নেটওয়ার্কগুলি সাংবাদিকতার সততা অনুশীলন করে।

পোর্টাল : সীমা লঙ্ঘন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, বললেন মন্ত্রী পীযূষ
পোর্টাল : সীমা লঙ্ঘন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, বললেন মন্ত্রী পীযূষ

Author

Spread the News