হোজাইয়ে বন্যাক্রান্তদের খোঁজ নিলেন মন্ত্রী পীযূষ

বরাক তরঙ্গ, ২ জুন : কপিলি নদী সৃষ্টি বন্যার হোজাইয়ের রায়কাটা, দীঘলবাড়ি, বিষ্ণুপুর সহ বহু এলাকার জনগণ সমস্যার মুখে পড়েছেন। রবিবার বন্যাক্রান্তদের পাশে গিয়ে খোঁজ নিলেন মন্ত্রী পীযূষ হাজরিকা।

মন্ত্রী এলাকা পরিদর্শন করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ১৩ কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণের কথা উল্লেখ করেন। মন্ত্রী স্থানীয় বিধায়ক এবং জেলা প্রশাসকদের সহযোগিতায় বাঁধ নির্মাণের জন্য প্রাথমিক পদক্ষেপ নিতে গণপূর্ত ও জলসম্পদ বিভাগের প্রকৌশলী এবং আধিকারিকদের নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, বাঁধ নির্মাণের নির্দেশনা দিয়েছিলেন গত বছর মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। তবে কিছু কারিগরি জটিলতার কারণে নির্মাণ কাজ সম্ভব হয়নি বলে জানান মন্ত্রী।

“আমি আশাবাদী যে এই বাঁধ নির্মাণের পর হোজাই জেলা বন্যামুক্ত হবে। উল্লেখ্য যে পরিদর্শনের সময় মন্ত্রী হাজারিকার সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক রামকৃষ্ণ ঘোষ, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক এবং পুলিশ সুপার।

Author

Spread the News