দু’দিনের সফরসূচি নিয়ে আজ বরাকে মন্ত্রী পীযুষ হাজরিকা

বরাক তরঙ্গ, ২২ ডিসেম্বর : দু’দিনের সফরসূচি নিয়ে সোমবার বরাক উপত্যকায় আসছেন রাজ্যের জলসম্পদ সহ অন্যান্য বিভাগের মন্ত্রী পীযূষ হাজরিকা। সরকারি সূত্রে জানা গেছে, মন্ত্রী হাজরিকা আগামীকাল বেলা ১১টা ৪৫ মিনিটে শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর দুপুর ১২টা ১৫ মিনিটে লক্ষীপুর বাগানে গিয়ে জলসম্পদ বিভাগের একটি কাজের শিলান্যাস সেরে যাবেন সেখানকার বিধায়ক মন্ত্রী কৌশিক রায়ের বাড়িতে। এর পরবর্তীতে দুপুর ২টা ৩০ মিনিটে সোনাই বিধানসভা এলাকার কচুদরমে এবং বিকেল ৪টা ৩০ মিনিটে উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ডে জলসম্পদ বিভাগের ভাঙন প্রতিরোধের কাজের শিলান্যাস করবেন। এসব সেরে রাত কাটাবেন শিলচর আবর্ত ভবনে।

পরদিন মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে তিনি শিলচর রাধামাধব রোডে সিঙ্গিরখালের জল নিষ্কাশনের জন্য কালভার্টের শিলান্যাস করে চলে যাবেন হাইলাকান্দিতে। বেলা ১১টায় হাইলাকান্দি বিজেপি কার্যালয়ে যোগ দেবেন দলীয় সভায়। এই সভা সেরে দুপুর ১২টায় রামকৃষ্ণনগরে সিডিসি কার্যালয়ে শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে চলে যাবেন শ্রীভূমিতে। দুপুর ২টা ৩০ মিনিটে শ্রীভূমিতে বিজেপি কার্যালয়ে যোগ দেবেন দলীয় সভায়। বিকেল সাড়ে ৩টায় শ্রীভূমি থেকে রওনা হবেন ডিমাহাসাও-এর উদ্দেশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *