হাইলাকান্দিতে সাইকেল বণ্টন করে মন্ত্রী পীযূষ

বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : রাজ্যের জলসম্পদ এবং তথ্য ও জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজরিকা হাইলাকান্দি জেলার ৭৭৪৯ জন নবম শ্রেণীর পড়ুয়াদের মধ্যে সাইকেল বণ্টন এর সূচনা করেছেন। তিনি বৃহস্পতিবার হাইলাকান্দির গভঃ হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে আয়োজিত এক জনসভায় দশ জন পড়ুয়ার হাতে আনুষ্ঠানিকভাবে  সাইকেল তুলে দিয়ে তা বণ্টনের সূচনা করেন। ভাষণ প্রসঙ্গে মন্ত্রী হাজরিকা ছাত্রছাত্রীদের ভালোভাবে পড়াশোনার পরামর্শ দেন। বলেন, ভালোভাবে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হতে হবে। জীবনে প্রতিষ্ঠার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতাও বাড়াতে হবে বলে মন্ত্রী উল্লেখ করেন। আমাদের দেশের পড়াশোনার মান কোন অবস্থাতেই বিদেশের শিক্ষাব্যবস্থার থেকে কম নয়। কারণ আমাদের দেশে পড়াশোনা করে মাইক্রোসফট, গুগোল ইত্যাদি বিশ্ববিস্তৃত কোম্পানির কর্ণধার হওয়ার গৌরব ইতিমধ্যেই ভারতীয়রা অর্জন করতে পেরেছেন বলে মন্ত্রী উল্লেখ করেন। তাই আমাদের শিক্ষাব্যবস্থার ওপর আস্থা রাখতে শিক্ষার্থীদের প্রতি আবেদন জানান মন্ত্রী হাজরিকা।

প্রতিষ্ঠিত হয়ে সমাজের প্রতি দায়বদ্ধতা বাড়াও_____

মন্ত্রী বলেন, রাজ্যে বর্তমান সরকার শাসনভার নেওয়ার আগে ছয়টি মেডিক্যাল কলেজে ৬২৬ জন চিকিৎসা শাস্ত্র পড়ার সুযোগ পেতেন। বর্তমান সরকার শাসনভার নেওয়ার পর ১২টি মেডিক্যাল কলেজে ১৫০০ ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছেন। শীঘ্রই আরো ১২ টি মেডিকেল কলেজ চালু হবে। ফলে ৩ হাজার পড়ুয়া চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করার সুযোগ পাবেন। এর মধ্যে ৮৫ শতাংশ আসন রাজ্যের শিক্ষার্থীর জন্য থাকবে।

শিশুদের পুষ্টি আহার বণ্টনের উল্লেখ করে মন্ত্রী বলেন, গত দুই বছরে পাঁচ হাজার মডেল অঙ্গনাদি কেন্দ্র নির্মাণ করা সম্ভব হয়েছে। এই সব কিছু সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বাস শর্মার নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রচেষ্টায় বলে মন্ত্রী হাজরিকা তার ভাষনে উল্লেখ করেন। তিন বিধায়ক কৃষ্ণেন্দু পাল, বিধায়ক কৌশিক রায় ও বিজয় মালাকার এর উপস্থিতিতে এর আগে স্বাগত ভাষণে জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে জানান পড়ুয়াদের মধ্যে সাইকেল বিতরণের ফলে শিক্ষার্থীদের মধ্যে ড্রপ আউট কমানো সম্ভব হয়েছে। এছাড়া পরিবেশবান্ধব বাহন হিসেবে সাইকেল এর জনপ্রিয়তা রয়েছে বলে জানান জেলা আয়ুক্ত। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পুরপতি কল্যাণ গোস্বামী দুই বিজেপি নেতা স্বপন ভট্টাচার্য ও কণাদ পুরকায়স্থ অংশ নেন।
প্রতিবেদন : জনসংযোগ, হাইলাকান্দি।

Author

Spread the News