১৫ আগস্টের মধ্যেই প্ৰধানশিক্ষক পদ পূরণের বার্তা মন্ত্রী পেগুর

বরাক তরঙ্গ, ২৫ জুলাই : আগামী ১৫ আগস্টের মধ্যেই প্ৰাথমিক বিদ্যালয়ের প্ৰধানশিক্ষক পদ পূরণের প্রক্রিয়া শুরু হবে, হাইলাকান্দিতে এসে বলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু।

হাইলাকান্দিতে অসম রাজ্য প্ৰাথমিক শিক্ষক সম্মিলনীর ৪৪-তম দ্বি-বার্ষিক অধিবেশনে যোগদান করেছেন রাজ্যের শিক্ষামন্ত্ৰী ডাঃ রণোজ পেগু। ১৫ আগস্টের মধ্যে প্ৰাথমিক বিদ্যালয়ের প্ৰধানশিক্ষক পদ পূরণের প্রক্রিয়া শুরু হবে জানিয়ে তিনি বলেন, তবে সব বিদ্যালয়ে দেওয়া হবে না প্ৰধানশিক্ষক। কেবলমাত্ৰ ১০০ বা এর বেশি ছাত্ৰছাত্ৰী সংবলিত বিদ্যালয়গুলিতে দেওয়া হবে প্ৰধানশিক্ষক।

১৫ আগস্টের মধ্যেই প্ৰধানশিক্ষক পদ পূরণের বার্তা মন্ত্রী পেগুর

বিদ্যালয় রেশনালাইজেশন প্ৰসঙ্গে মন্ত্ৰী পেগু বলেন, এই প্ৰক্ৰিয়া চলছে। এর পর শিক্ষকদের রেশনালাইজেশন প্রক্রিয়া শুরু হবে। এর মাধ্যমে শিক্ষক ও ছাত্ৰের অনুপাত ঠিক করবে তাঁর দফতর। এছাড়া খুব শীঘ্রই শিক্ষকদের সব ধরনের অ্যাটাশমেন্ট বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্ৰী রণোজ পেগু। অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্র সম্পর্কে বহু কথা বলেছেন মন্ত্রী। ছাত্রছাত্রীদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করারও আহ্বান জানিয়েছেন মন্ত্রী পেগু।

১৫ আগস্টের মধ্যেই প্ৰধানশিক্ষক পদ পূরণের বার্তা মন্ত্রী পেগুর

উল্লেখ্য, অসম রাজ্য প্ৰাথমিক শিক্ষক সম্মিলনীর ৪৪-তম দ্বি-বার্ষিক অধিবেশন ২৩ জুলাই থেকে শুরু হয়েছে হাইলাকান্দিতে। হাইলাকান্দি জেলা প্রাথমিক শিক্ষক সম্মিলনীর ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানের আজ প্রকাশ্য সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন রাজ্যের শিক্ষামন্ত্ৰী ডা. রণোজ পেগু। ইনুষ্ উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এবং হাইলাকান্দির বিধায়ক জাকির হুসেন লস্কর।

Author

Spread the News