গুয়াহাটির সোনাপুরে সড়ক দুৰ্ঘটনায় হত তিন
বরাক তরঙ্গ, ২৭ মাৰ্চ : ভয়াবহ সড়ক দুৰ্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু ঘটল। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় বৃহস্পতিবার গুয়াহাটির উপকণ্ঠ সোনাপুরে। জানা গেছে, জাগিরোড থেকে গুয়াহাটিগামী এএস ২১ এসি ৩৩০৯ নম্বরের একটি পণ্যবাহী মিনি ট্রাকের চালক সহ তিন আরোহীর মৃত্যু হয়েছে। যোগদল এলাকায় রাস্তার পাশে দণ্ডায়মান এএস ০১ পিসি ৫৬১৫ নম্বরের একটি ট্ৰাকের পেছন থেকে পণ্যবাহী মিনি ট্রাকটি ধাক্কা মারে। এতে মিনি ট্রাকের অগ্রভাগ একেবারে দুমড়ে-মুচড়ে যায়। যার ফলে চালক সহ তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ট্রাফিক ও সাধারণ পুলিশের দল অকুস্থলে যায়। প্ৰায় ঘণ্টাখানেকের প্রচেষ্টায় দুর্ঘটনাগ্রস্ত মিনি ট্রেকের ভিতর থেকে তিনটি মৃতদেহ বের করা হয়। মৃতদেহ তিনটির ময়নাতদন্তের জন্য গৌহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

