বদরপুরে ঐতিহাসিক গামন সেতুর পুনর্নির্মাণ কাজ পরিদর্শনে মন্ত্রী কৃষ্ণেন্দু

মোহাম্মদ জনি, শ্রীভূমি। 
বরাক তরঙ্গ, ২৯ মে : অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে বৃহস্পতিবার বদরপুরের ঐতিহাসিক গ্যামন সেতুর সংস্কারের কাজ পরিদর্শন করলেন রাজ্যের মৎস্য, পশুপালন ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিভাগীয় শীর্ষ কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা। পরিদর্শনকালে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, গ্যামন সেতু শুধু বদরপুর নয়, বরাক উপত্যকার লক্ষ লক্ষ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই সেতুর মাধ্যমে মানুষ যাতায়াত, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষাসহ নানা গুরুত্বপূর্ণ কার্যক্রম নির্বিঘ্নে সম্পাদন করে আসছেন।

বদরপুরে ঐতিহাসিক গামন সেতুর পুনর্নির্মাণ কাজ পরিদর্শনে মন্ত্রী কৃষ্ণেন্দু

মন্ত্রী আরও জানান, রাজ্যের কর্মচঞ্চল ও সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা এই প্রকল্পের প্রতি অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। তিনি নিজে এই নির্মাণকাজের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করছেন এবং গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে কঠোর নির্দেশ দিয়েছেন। সংলিষ্ট বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সেতুর কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করার লক্ষ্যে দ্রুত ও সুনির্দিষ্ট পরিকল্পনায় এগিয়ে চলেছে। গুণগত মান রক্ষায় কোনওরকম আপস করা হবে না বলেও আশ্বস্ত করেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

বদরপুরে ঐতিহাসিক গামন সেতুর পুনর্নির্মাণ কাজ পরিদর্শনে মন্ত্রী কৃষ্ণেন্দু

এই প্রেক্ষিতে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে বলেন, এই সময় নির্মাণকাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে আমরা সবার ধৈর্য ও সহমর্মিতা আশা করি। সেতুটি কেবল একটি অবকাঠামো নয়, এটি বরাক উপত্যকার সংযোগ, উন্নয়ন এবং মানুষের জীবনের সঙ্গে জড়িত।

Spread the News
error: Content is protected !!