করিমগঞ্জে দু’টি সম জেলা কার্যালয়ের উদ্বোধন মন্ত্রী জয়ন্তর
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর ও পাথাকান্দি কেন্দ্রের সম জেলা কার্যালয়ের উদ্বোধন করলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া। শুক্রবার প্রথমে তিনি রামকৃষ্ণনগরে উপস্থিত হয়ে পূজা পাঠের মাধ্যমে সম জেলার কার্যালয়ের উদ্বোধন করেন। সে সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ কৃপানাথ মালা, বিধায়ক বিজয় মালাকার, সম জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ধ্রুবজ্যোতি দেব প্রমুখ। এদিন এ উপলক্ষে রামকৃষ্ণ নগর খেলার মাঠে এক বিশাল সভার আয়োজন করা হয়। রাজকীয় সম্মানে সভাস্থলে মন্ত্রীকে নিয়ে যাওয়া হয়। মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া রাতাবাড়ির জনগণের উদ্দেশ্যে বলেন, এখন থেকে বিধানসভা কেন্দ্রের লোক এই কার্যালয় সকল সুবিধা উপভোগ করতে পারবেন।
তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সম জেলার ক্ষেত্রে বৃহৎ পদক্ষেপ। গ্রামের মানুষ বিভিন্ন কাজে বা জরুরী নথিপত্রের জন্য জেলা আয়ুক্ত কার্যালয়ে যেতে হয়। এবং কিছু সমস্যার সম্মুখীন হন, তাই গ্রামাঞ্চলের মানুষের সুবিধার্থে রাজ্যের ৩৯টি কেন্দ্রে সম জেলা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। প্রশাসনিক ক্ষেত্রে এক বিশাল পরিবর্তন বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, সেখানে কো-ডিস্ট্রিক্ট কমিশনার হিসেবে একজন এডিসি থাকবেন। জনগণ সব ধরনের সুযোগ সুবিধা সেখান থেকে উপভোগ করতে পারবেন। তাদের আর জেলা সদরে যেতে হবে না।
এদিন মন্ত্রী পাথারকান্দিতেও সমাজ জেলার কার্যালয় উদ্বোধন করেন। এতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ অন্যান্যরা।