মন্ত্রী দীনেশপ্রসাদের মৃত্যু বার্ষিকী পালন, জীবনী ও স্মৃতিগ্রন্থ উন্মোচন ১ জুলাই

কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ১৬ এপ্রিল : প্রয়াত প্রাক্তন মন্ত্রী দীনেশপ্রসাদ গোয়ালার দশম মৃত্যু বার্ষিকী আজ ১৬ এপ্রিল। দশম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে পয়লাপুলে প্রাক্তন মন্ত্রীর নিজ বাড়িতে তাঁকে স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রয়াত প্রাক্তন মন্ত্রী দীনেশ প্রসাদ গোয়ালার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন উপস্থিত বিশিষ্ট লোকজন। তাদের মধ্যে ছিলেন প্রয়াত দীনেশবাবুর ছেলে প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা, প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি প্রদীপকুমার দে, প্রাক্তন জেলা পরিষদ সদস্য হাজি হায়াত আলি, পুর সদস্য রবীন্দ্র সিংহ, সুলাইমান চৌধুরী সহ প্রয়াত দীনেশ ঘনিষ্ঠ বহু ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।একে একে সবাই প্রয়াত দীনেশবাবুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রয়াত গোয়ালার জীবন আদর্শ ও স্মৃতি টেনে বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা সহ প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ কুমার দে, প্রাক্তন জেলা পরিষদ সদস্য হাজী হায়াত আলি প্রমুখ। প্রদীপকুমার দে ও হাজি হায়াত আলি রাজনৈতিক জীবনে প্রয়াত মন্ত্রীর একান্ত ঘনিষ্ঠ ছিলেন। তাঁরা বহু স্মৃতির উল্লেখ করে দীনেশ গোয়ালার অবদান তুলে ধরে বক্তব্য রাখেন।

মন্ত্রী দীনেশপ্রসাদের মৃত্যু বার্ষিকী পালন, জীবনী ও স্মৃতিগ্রন্থ উন্মোচন ১ জুলাই

রাজদীপ গোয়ালা বলেন, তাঁর প্রয়াত বাবার জন্মদিন উপলক্ষে আগামী ১ জুলাই একখানা স্মৃতি গ্রন্থ প্রকাশিত করা হবে। ১৯৪৬ সালের ১ জুলাই তিনি জন্মগ্রহণ করেছিলেন। স্মৃতি গ্রন্থ প্রকাশ করতে সবার সাহায্য সহযোগিতা কামনা করেছেন দীনেশ তনয় রাজদীপ গোয়ালা। যারা প্রয়াত মন্ত্রী দীনেশ প্রসাদ গোয়ালার জীবন বৃত্তান্ত নিয়ে লিখা পাঠাবেন তাদের লিখা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। প্রয়াত প্রাক্তন মন্ত্রী দীনেশ প্রসাদ গোয়ালার জীবনী ও স্মৃতিগ্রন্থ আগামী ১ জুলাই আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করা হবে বলে জানিয়েছেন রাজদীপ গোয়ালা।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৬ এপ্রিল প্রয়াত হয়েছিলেন লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের সাত বারের বিধায়ক রাজ‍্য সরকারের তিন বারের মন্ত্রী দীনেশ প্রসাদ গোয়ালা।

Author

Spread the News