মন্ত্রী অতুল বরার পর্যালোচনা বৈঠকে  শিলচরে

সরকারি প্রকল্পের বাস্তবায়নের নির্দেশ

জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : রাজ্যের কৃষি, উদ্যানপালন, অসম চুক্তি, পশু পালন ও পশুচিকিৎসা, সীমানা সুরক্ষা ও উন্নয়ন মন্ত্রী অতুল বরা সোমবার শিলচরে পৌঁছে কাছাড়ের জেলা কমিশনারের কার্যালয় সভাকক্ষে আয়োজিত এক পর্যালোচনা বৈঠকে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির  সুষ্ঠু বাস্তবায়ন এবং অগ্রগতি সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশ দেন।

মন্ত্রী বরা সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প/কর্মসূচী পর্যালোচনা এবং তৃণমূল স্তরের বাস্তবায়ন এবং প্রভাবের মূল্যায়ন, স্থানীয় সাংসদ, বিধায়ক এবং অন্যান্য জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ তথা সরকারি প্রকল্প গুলির সুবিধাগুলি সম্পর্কে সাধারণ জনগণের কাছ থেকে প্রতিক্রিয়া জানতে এবং জনগণের গুরুত্বপূর্ণ সমস্যা/অভিযোগ সম্পর্কে পর্যালোচনা করে তিনি জানান যে মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে তিনি বরাক উপত্যকার তিন জেলার অর্থাৎ কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি  জেলার উন্নয়নমূলক কাজকর্মের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা করতে এসেছেন ।

মন্ত্রী অতুল বরার পর্যালোচনা বৈঠকে  শিলচরে

এই পর্যালোচনা সভায় জেলার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয় জেলার  হাসপাতাল গুলির পরিকাঠামো ব্যবস্থা, কমিউনিটি হেলথ সেন্টার, মডেল হাসপাতাল, প্রাইমারি হেলথ সেন্টার, সাব সেন্টার, চা বাগানের হাসপাতাল, ইকেওয়াইসি পিএম জনআরোগ্য যোজনা, চা বাগিচায় গর্ভবতী মহিলাদের ওয়েজ কম্পেন্সেশন স্কিম, শিশুদের টিকাকরন, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন ইত্যাদির বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সভায় জেলাটির তিন পুরসভার অর্থাৎ শিলচর, সোনাই এবং লক্ষীপুর পুরসভার কাজকর্মের অগ্রগতি, জেলা কৃষি বিভাগের দ্বারা সরকারি বিভিন্ন প্রকল্পগুলির রূপায়ণ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়। মিজোরাম রাজ্যের সঙ্গে উপত্যকার তিন জেলার সীমান্ত সুরক্ষা সম্পর্কে বৈঠকে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। এছাড়া এতে পশুপালন ও পশু চিকিৎসা এবং সমবায় বিভাগের কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়।

মন্ত্রী অতুল বরার পর্যালোচনা বৈঠকে  শিলচরে

এ সভায় অন্যান্যদের মধ্যে কাছাড়ের জেলা কমিশনার রোহন কুমার ঝা, পুলিশ সুপার নোমাল মাহাতো সহ বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মিহিরকান্তি সোম, জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায় এবং জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকগণ এতে অংশ নেন। 

Author

Spread the News