‘মন কি বাত’ অনুষ্ঠানে আক্রমণ, ভাঙচুর, আহত একাধিক
বরাক তরঙ্গ, ২৮ জুলাই : ‘মন কি বাত’ অনুষ্ঠানে আক্রমণের ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে। মিত্রজোট তিপ্রা মথা দলের যুব সংগঠনের কর্মীদের আক্রমণের পরিপ্রেক্ষিতে বিস্ফোরক মন্তব্য তুলে ধরলেন বিজেপির প্রদেশ স্তরের অন্যতম নেতা বিপিন দেববর্মা। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার খোয়াই জেলার আশারামবাড়িতে। রবিবার বিজেপির উদ্যোগে আয়োজিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’ কার্যক্রমে আক্রমণ চলে। ভাঙচুর করা বাইক সহ চারচাকার বাহনও।
গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে বিপিন দেববর্মার বক্তব্য তিপ্রা মথা দলের যুব অংশের উগ্র সদস্যদের আক্রমণে “মন কি বাত” কার্যক্রম চলার সময় বিজেপি দলের আশারামবাড়ি মণ্ডলের সভাপতি সহ দলের বেশ কিছু স্থানীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা আহত হয়েছেন। এর মধ্যে দুইজন গুরুতর আহত বলে দাবি করেন বিপিন দেববর্মা। তিনি জানান, ধারালো অস্ত্র সহ দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে।
বিপিন দেববর্মার বক্তব্য হচ্ছে মূলত তিপ্রা মথা স্লোগান তুলছে টিটিএএডিসি এলাকাতে প্রধানমন্ত্রীর “মন কি বাত” কার্যক্রম পরিচালনা করা যাবে না। এই অবস্থায় দাঁড়িয়ে তিপ্রা মথা যেহেতু শাসকগোষ্ঠীর শরিক, এই কারণে বিজেপি প্রদেশ সভাপতি থেকে শুরু করে সংগঠন মন্ত্রী এমনকি মুখ্যমন্ত্রীর গোচরে গোটা বিষয় নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি যারা আক্রমণে জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়ের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন।