জিসি কলেজে মিলাদ অনুষ্ঠিত

বরাক তরঙ্গ, ২৯ মে : শিলচর গুরুচরন কলেজের বার্ষিক মিলাদ মহফিল অনুষ্ঠিত। সোমবার শিলচর গুরুচরন কলেজের বার্ষিক মিলাদ মহফিল বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. বিভাস দেব। মোহাম্মদ ইয়াহিয়া আলি মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত মিলাদ মহফিলে স্বাগত বক্তব্য রাখেন মিলাদ পরিচালনা কমিটির আহ্বায়ক  সেহনারা বেগম চৌধুরী। মহফিলের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন কলেজের ছাত্র শুরহাব আহমেদ। পরে আমন্ত্রিত অতিথিরা হামাদ না’ত  পরিবেশন করেন।

জিসি কলেজে মিলাদ অনুষ্ঠিত

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন করিমগঞ্জ আছিমিয়া টাইটাল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মওলানা এ এইচ লোকমান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সহকারী সচিব স্বামী বৈকন্ঠনন্দজি মহারাজ, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ূন বখত। অনুষ্ঠানে বক্তারা মিলাদের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বিশেষ আলোচনা করেন।

জিসি কলেজে মিলাদ অনুষ্ঠিত

ধন্যবাদ সুচক বক্তব্য রাখেন জিসি কলেজর অধ্যপাক বেগম আয়েশা সুলতান লস্কর। এছাড়া মিলাদ মহফিলের দায়িত্বে ছিলেন আঞ্জুমা আক্তার লস্কর, সোরহাব আহমেদ মজুমদার, জাবির মোহাম্মদ লস্কর, জুয়েল আব্বাস বড়ভূইয়া সহ প্রমুখ।
এদিন মিলাদ উপলক্ষে কিরাত, গজল, বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পুরস্কার বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
প্রতিবেদক : হিবজুর রহমান, শিলচর।

Author

Spread the News