সম উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার : মিহিরকান্তি

বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : সমাজের শেষ পংক্তির মানুষের উন্নয়নে বিশেষ প্রাধান্য দিয়েছে বর্তমান বিজেপি পরিচালিত সরকার। কেন্দ্রে নরেন্দ্র মোদি ও রাজ্যে হিমন্ত বিশ্ব শৰ্মার নেতৃত্বে বর্তমান সরকার তপশীলি জাতিভূক্ত লোকদের দ্রুত উন্নয়নের জন্য প্রয়াস করে যাচ্ছে। সরকার আগেও ছিল কিন্ত সেসময় কোন সরকারকে এভাবে তপসিলিদের উন্নয়নে এগিয়ে আসতে দেখা যায়নি। শনিবার শিলচর মহকুমা তপসিলি জাতি উন্নয়ন পর্ষদের উদ্যোগে ও বিজেপি উধারবন্দ মণ্ডলের সহযোগিতায় দয়াপুর মহাদেব বাড়ি কমিউনিটি হলে আয়োজিত উধারবন্দ ব্লক এলাকার তপসিলি জাতিভূক্ত লোকদের জাতির প্রমাণ পত্র প্রদানের সুপারিশ কর্মশালায় উপস্থিত হয়ে এই মন্তব্য করেন শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলাপম্যান্ট বোর্ডের চেয়ারম্যান আইনজীবী নীহাররঞ্জন দাস। তিনি বলেন, এসসি সম্প্রদায়ের লোকদের সার্টিফিকেট প্রদানের লক্ষ্যে আজ নিয়ে ইতিমধ্যেই তেইশটি ক্যাম্প সম্পন্ন করা হয়েছে বোর্ডের তরফে এবং লক্ষ্য থাকবে কম করেও এধরণের পঞ্চাশটি ক্যাম্প করা যাতে মানুষ সহজেই সার্টিফিকেট পেতে পারেন। 

উধারবন্দে এসসি সম্প্রদায়ের লোকদের জাতির প্রমাণপত্র প্রদানের সুপারিশ কর্মশালা অনুষ্ঠিত____

বিজেপি উধারবন্দ মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তীর পৌরহিত্যে আয়োজিত এদিনের কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে নীহাররঞ্জন দাস জানান, বর্তমান সরকার তপশীলিদের আর্থ সামাজিক বিকাশ ত্বরান্বিত করতে সংকল্পবদ্ধ। যারা আর্থিক ভাবে সচ্ছল নয় তাদেরকে আর্থিক ভাবে সচ্ছল করার লক্ষ্যে বিভিন্ন পন্থা অবলম্বন করা হচ্ছে, সেই সঙ্গে নিয়ে আসা হয়েছে অসংখ্য প্রকল্প। তিনি বলেন সরকার প্রদত্ত সুযোগ সুবিধা লাভ করতে হলে তপশীলিদের অতি অবশ্যই জাতির প্রমাণ পত্র থাকতে হবে। তিনি বলেন বিগত দিনে জাতির প্রমাণপত্র না থাকায় বহু মানুষ সরকারি সুযোগ সুবিধা থেকে বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত হয়েছেন। কিন্তু আমাদের সরকারের অধীনে বোর্ড গঠনের পর সার্টিফিকেটের জন্য কোন মানুষ যাতে সরকারী প্রকল্প থেকে বঞ্চিত না হন এব্যাপারে আমরা সচেষ্ট রয়েছি, এই মন্তব্য নীহাররঞ্জন দাসের। 

এদিনের কর্মশালায় অংশগ্রহণ করে উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম বলেন, পিছিয়ে পড়া তপসিলি জাতিভূক্ত লোকদের উন্নয়নে বর্তমান সরকার কতটুকু আন্তরিক তা সরকারের কাজ করার দৃষ্টিভঙ্গিতে প্রতীয়মান হয়। কেন্দ্র ও রাজ্য সরকার যথেষ্ট আন্তরিকতার সহিত সব সম্প্রদায়ের মানুষের জন্য সম উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি দেশ তথা জাতির উন্নয়নে বিজেপি সরকারের পাশে থাকার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান। 

উল্লেখ্য এদিনের কর্মশালায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বিজেপি অনুসূচিত জাতি মোর্চার আসাম প্রদেশ কমিটির কার্য্যনির্বাহক সদস্য সমীরণ ফুলমালি, উধারবন্দ ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী সুনন্দা কুর্মী, শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলাপম্যান্ট বোর্ডের সদস্য মনমোহন রবিদাস প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি উধারবন্দ মণ্ডল কমিটির দুই সম্পাদক যথাক্রমে প্রদ্যুৎ চক্রবর্তী ও সুমিত্রা রবিদাস, টিকলপার জিপি সভানেত্রী দীপ্তি দাস, বিজেপি তপশীলি জাতি মোর্চার উধারবন্দ মণ্ডল সভানেত্রী জলি মালাকার প্রমুখ। উল্লেখ্য এদিন প্রায় তিন শতাধিক লোককে এসসি সার্টিফিকেট প্রদানের জন্য সুপারিশ করেন বোর্ডের চেয়ারম্যান নীহাররঞ্জন দাস। 

Author

Spread the News