মধুরাঘাটের পানীয়জলের সমস্যা নিরসনে এগিয়ে এলেন মিহিরকান্তি
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর : মালুগ্ৰাম মধুরাঘাটের জনগন সুদীর্ঘ দিন বিশুদ্ধ পানীয় অভাবে ভুগতেছেন, এই খবরটি পেয়ে বিধায়ক মিহিরকান্তি সোম পিএইচই ও পুরসভার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কীভাবে পানীয়জলের অভাবের সমস্যাটি নিরসন করা যায় সরেজমিনে গিয়ে প্রত্যক্ষ করেন। বিভাগীয় কর্মকর্তাদের বিষয়টি কিভাবে অতিঃস্বত্বর সুবিধা করা যায় এই বিষয়ে নির্দেশ দেন।
এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির মালুগ্ৰাম ও রংপুর মণ্ডলের সাধারণ সম্পাদক অপূর্ব চক্রবর্তী, যুব মোর্চার মালুগ্ৰাম মণ্ডলের সভাপতি জয় দেব ও বুথ সভাপতি তুষার দেবনাথ সহ অন্যান্যরা।