মধ্যাহ্ন ভোজন কর্মীদের কাছাড়েও বিক্ষোভ

বরাক তরঙ্গ, ১ নভেম্বর : সারা রাজ্যে মধ্যাহ্ন ভোজন কর্মীদের বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে। সিটুর অন্তর্ভুক্ত সারা অসম মধ্যাহ্ন ভোজন কর্মচারী ইউনিয়নের ডাকে সারা রাজ্যের সঙ্গে কাছাড়ের বিভিন্ন ব্লকে ১ নভেম্বর বিক্ষোভ প্রদর্শন শুরু হয়। চলবে ৪ নভেম্বর পর্যন্ত। সমস্ত স্কুলে রন্ধন কর্মীরা কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হয়েছেন। শিলচর কাটিগড়া, নরসিংহপুর উধারবন্দ সোনাই, শালচাপড়া, কাটিগড়া, শিলচর ও রাজাবাজার শিক্ষা খণ্ডে কর্মসূচী সফল হয়। বিক্ষোভের ফলে অফিসের সমস্ত কাজ অচল হয়ে পড়ে।বিক্ষোভ চলাকালীন বিভিন্ন অঞ্চলে সিটুর কর্মকর্তারা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

মধ্যাহ্ন ভোজন কর্মীদের কাছাড়েও বিক্ষোভ
নরসিংহপুরে বিক্ষোভ।

আগামী ৪ নভেম্বর শিলচরে প্রাথমিক শিক্ষাধিকারিকের অফিসে সারা কাছাড়ের মধ্যাহ্ন ভোজন কর্মীরা জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করবেন। তাদের দাবি গুলোর মধ্যে রয়েছে নূন্যতম মজুরি দশ হাজার টাকা, বছরের বার মাসের মজুরি প্রদান, সময় মত মজুরি প্রদান, চিকিৎসার খরচ বহন করা, অবসরপ্রাপ্তদের তিন লক্ষ টাকা দেওয়া ইত্যাদি। বিভিন্ন ব্লকে বক্তব্য রাখেন সুপ্রিয় ভট্টাচার্য, শীলা মণ্ডল, সুরজিৎ ঘোষ, দীপা বৈষ্ণব, বিমল দাস, মান্না দাস প্রমুখ।

Author

Spread the News