আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে  মিশেল ওবামার নাম উঠে আসছে

২৮ ফেব্রুয়ারি : ভোট আসন্ন আমেরিকায়। চলতি বছরেই আমেরিকাবাসী বেছে নেবে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন? ডেমোক্রেটিক পার্টির তরফে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে জল্পনার মাঝেই উঠে এল প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামার নাম। জো বাইডেনের পরিবর্তে তাঁকেই এবার প্রার্থী করা হতে পারে বলে সূত্রের খবর। একটি সাম্প্রতিক ভোটে দেখা গিয়েছে, মিশেলকেই প্রার্থী হিসেবে চাইছেন দলের সদস্যরা।

ডেমোক্রেটিক ভোটারদের ৪৮ শতাংশ ভোট পড়েছে মিশেল ওবামার পক্ষে। সোমবার এই সমীক্ষার রিপোর্ট প্রকাশ করা হয়েছে। আগামী নভেম্বর মাসে রয়েছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে প্রার্থী হিসেবে কাকে পছন্দ তা জানতে একটি সমীক্ষার ব্যবস্থা করা হয়েছিল।

জানা গিয়েছে, ২০ শতাংশ ভোট পেয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা। এই দৌড়ে ছিলেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, প্রাক্তন স্বরাষ্ট্র সচিব হিলারি ক্লিন্টন, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসোম ও মিচিগানের গভর্নর গ্রেচেন হুইটমার।

Author

Spread the News