সঙ্ককটজনক খালেদা, আরোগ্য কামনা করে বার্তা মোদির, চিকিৎসায় সাহায্যের আশ্বাস ভারতের

২ ডিসেম্বর : গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রধান প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার চিকিৎসায় ডাকা হয়েছে চিনের বিশেষজ্ঞ চিকিৎসকদের। দলটি মঙ্গলবার দুপুরে বাংলাদেশে রাজধানী ঢাকায় পৌঁছানোর কথা।। জানা গেছে, খালেদা জিয়ার চিকিৎসায় সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মহম্মদ ইউনুস। যদিও বিএনপি এখনও সরকারের কোন সাহায্য নেয় নি। দলীয় তহবিল থেকেই খালেদার চিকিৎসার খরচা মেটানো হচ্ছে।

অন্যদিকে, সোমবার রাতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডলে খালেদার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। একইসঙ্গে খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে ভারত। এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা জানতে পেরে অত্যন্ত উদ্বিগ্ন, যিনি বাংলাদেশের রাজনীতি এবং জনজীবনে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি। ভারত এই মুহূর্তে সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত।’

প্রধানমন্ত্রীর বার্তার পরই বিএনপি তাদের অফিসিয়াল এক্স একাউন্ট থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার সৌজন্যতার জন্য ধন্যবাদ জানিয়েছে। বিএনপি’র বার্তায় বলা হয়েছে যে ‘দল ভারতের প্রধানমন্ত্রীর সবরকম সাহায্যের বার্তা দেওয়ার সৌজন্যকে স্বাগত জানায়।’ (ফাইল ছবি)
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *