মণিপুরে কাছাড়ের নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র

বরাক তরঙ্গ, ৩০ নভেম্বর : মণিপুরের পশ্চিম ইম্ফলের লেইমাখঙের আর্মি ক্যাম্প ৫৭ নং মাউন্টেন ডিভিশন থেকে নিখোঁজ কাছাড়ের কমলবাবু সিংহকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে কাছাড়ের জেলা আয়ুক্তেট মারফতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র প্রদান করল অসমের মণিপুরি যুব ফ্ৰন্ট। যুব ফ্ৰন্টের পক্ষে স্মারকলিপিতে বলা হয় গত ২৫ নভেম্বর কমলবাবু সিংহ সন্দেহজনকভাবে নিখোঁজ হয়েছেন। লেইমাখং আর্মি ক্যাম্পের গেটে স্বাক্ষর করে ভেতরে প্রবেশ করার পর দুপুর থেকে তিনি নিখোঁজ। তিনি মেসার্স বিনোদ কনস্ট্রাকশনের সুপারভাইজার হিসেবে কাজে নিযুক্ত ছিলেন।

এব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। যুব ফ্রন্টের কর্মকর্তারা তাঁর কোনও ক্ষতি হওয়ার আগেই অবিলম্বে খুঁজে বের করার জন্য মণিপুর রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া, ঘটনার তদন্ত করতে প্রতিরক্ষা মন্ত্রকের কাছে সুপারিশ পাঠানো, নিরাপত্তা উপদেষ্টা, ডিজিপি মণিপুর এবং জিওসি ৫৭ মাউন্টেন ডিভিশনকে নির্দেশ দেওয়া, বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা করার জন্য সকল প্রতিষ্ঠানকে  নির্দেশ দেওয়া ইত্যাদি দাবি জানান।

মণিপুরে কাছাড়ের নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র

Author

Spread the News