জেলার নাম বহাল রাখার দাবিতে পাথারকান্দির বিভিন্ন সংগঠনের স্মারকপত্র
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : করিমগঞ্জের নাম বহাল রাখার দাবিতে অসমের রাজ্যপালের উদ্দেশে স্মারকপত্র প্রদান করলো পাথারকান্দির বিভিন্ন সংগঠন। সোমবার পাথারকান্দি সমজেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের মাধ্যমে রাজ্যপালের উদ্দেশে এক স্মারকপত্র প্রদান করল পাথারকান্দির বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন। স্মারকপত্র প্রদান করে বর্তমান সরকারের হটকারী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো হয়। এ সম্পর্কে কথা বলতে গিয়ে কংগ্রেস দলের পক্ষে যুব নেতা তথা জেলা কংগ্রেসের সহসভাপতি কবির আহমদ বলেন, ঐতিহাসিক বিজড়িত এই করিমগঞ্জ নাম পরিবর্তন নিয়ে আগাম কোন আলোচনা না করে এধরণের সিদ্ধান্ত কোন ভাবে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, সরকার জেলার সার্বিক উন্নয়ণকে পাত্তা না দিয়ে জেলার নাম পরিবর্তন করে সাম্প্রদায়িক রাজনীতিতে মেতে উঠেছে। বলেন, ইতিহাস বিজড়িত এই করিমগঞ্জ থেকে শ্রীভূমি নামকরণে সাধারণ জনগণ এটা থেকে কতটুকু উপকৃত হবেন বলে সরাসরি প্রশ্ন তোলেন।
একইভাবে সারা আসাম মুসলিম ছাত্র সংগঠন আমসার শ্রীভূমির জেলা সভাপতি ওয়াদুজ্জানান বলেন, জেলার সার্বিক উন্নয়ণকে গুরুত্ব না দিয়ে হঠাৎ করে এই জেলার নাম বদল করে বিভাজন সৃষ্টির অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। তাই তারা আজ সাধারণ জনগণের হয়ে বিভিন্ন সংগঠনের ঐক্যবদ্ধ প্রয়াসে রাজ্যপালের উদ্দেশে স্মারকপত্র প্রদান করেন বলে ছাত্র সংগঠনের এই নেতা জানান। স্মারকপত্রে অন্যান্যদের মধ্যে স্বাক্ষর ছিল কবির আহমদ, রফিক উদ্দিন, খালেদ আহমদ, মোহাম্মদ ওয়াদুজ্জামান, শামীম আহমদ, হেনা বেগম খান প্রমুখ।
