জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় অসমের অধিনায়ক শিলচরের স্পিনার ঋত্বিক
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : অনূর্ধ্ব ১৬ বিজয় মার্চেন্ট ট্রফি জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় অসমের অধিনায়ক হলেন শিলচরের স্পিনার ঋত্বিক ধর। আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিজয় মার্চেন্ট ট্রফি। ঋত্বিক ধর এই দলের অধিনায়ক নির্বাচিত হওয়ায় শিলচর ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য সহ অন্য কর্মকর্তারা তাকে অভিনন্দিত করেছেন। শিলচরের দ্বিতীয় কোনও ক্রিকেটার হিসেবে অসমের কোনও দলের অধিনায়ক হলেন ঋত্বিক। এর আগে এই কৃতিত্ব গড়েছিলেন অভিষেক ঠাকুরি।
ঋত্বিক ধরের বাড়ি শিলচরের আর্যপট্টিতে। তিনি উত্তরাখণ্ডের রুদ্রাপুরে একটি ক্রিকেট কোচিং সেন্টারের প্রশিক্ষার্থী। গত ২০২৩ মরশুমে অনূর্ধ্ব ১৬ আরজি বরুয়া ট্রফি আন্তঃজেলা ক্রিকেটে ৩৭ উইকেট নেন ঋত্বিক। আসরে সেটা ছিল দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকার। বিগত অনূর্ধ্ব ১৯ জেকে বরুয়া ট্রফিতেও শিলচরের হয়ে খেলেছেন ঋত্বিক। রুদ্রাপুরেই পড়াশোনা করছেন ঋত্বিক। তবে খেলে থাকেন শিলচর বা অসমের হয়ে।
মধ্যপ্রদেশের গোয়ালিয়রে অনুষ্ঠেয় আসরের জন্য প্রথম দুটি ম্যাচে অসম দল ঘোষণা করা হয়েছে। অসম দলে রয়েছেন ঋত্বিক ধর (অধিনায়ক), সুজাদ ইসলাম, শারবিন দাস, দর্মিয়ান রসুল, জায়ান ইয়াসিন আহমেদ, শুভম বিশ্বাস, ললিত কাটোয়াল, মানস গুপ্ত, বীর অনিকেত প্রসাদ, মকসদ উদ্দিন, নয়ন মহায়নাক, বার্গব দাস, মোহম্মদ আরমান আলি, আলহাম ওয়াহিদ ও জয় হাতীবরুয়া। স্ট্যান্ডবাই হিসেবে রয়েছে নয় ক্রিকেটার। দলের মুখ্য কোচ মনোজ বিজয় জুগলেকর এবং সহকারী আরবি ইন্দ্রজিৎ।