দলিল লেখক শান্তিব্রত চন্দ্রের স্মৃতিচারণ
বরাক তরঙ্গ, ১৭ ফেব্রুয়ারি : শিলচরের প্রবীণ দলিল লেখক শান্তিব্রত চন্দ্রের স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হল। শনিবার শিলচর সিজিএম আদালত কম্পাউন্ডের দলিল লেখক কার্যালয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।
এদিনের স্মৃতিচারণ সভায় প্রয়াত শান্তিব্রত চন্দ্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রত্যেক বক্তা। শান্তিব্রত চন্দ্র গত ৩০ বছর ধরে এই কার্যালয়ের স্থায়ী দলিল লেখক সদস্য ছিলেন। তিনি নিজের কর্ম জীবনে সম্মান, খ্যাতি, অর্জন করেছিলেন তাঁর কাজকর্মের মধ্য দিয়ে। তাছাড়া এই কর্মস্থলের ছোট বড় সকলের প্রতি ছিল তার অগাধ বিশ্বাস স্নেহ ও শ্রদ্ধা। এই স্মৃতিচারণ সভায় তাঁর বিদেহী আত্মার চির শান্তি কামনা করা হয়।
এদিন স্মৃতিচারণ সভায় প্রয়াত শান্তি ব্রত চন্দ্রের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং এক মিনিট নিরবতা পালন করা হয়। উপস্থিত ছিলেন আহমদ হোসেন বড়লস্কর, ইসলাম উদ্দিন বড়ভূইয়া, রাকু চন্দ, আনোয়ার হোসেন বড়ভূইয়া, স্বপনকুমার নাথ প্রমুখ। উল্লেখ্য, ১০ ফেব্রুয়ারি শান্তিব্রত চন্দ্র প্রয়াত হন।