নিষিদ্ধ সংগঠনের সদস্য বা কর্মীরা সরকারি চাকরি পাবেন না : অন্তর্বর্তী সরকার

২৬ অক্টোবর : কোনও নিষিদ্ধ সংগঠনের সদস্য বা কর্মীরা সরকারি চাকরি পাবেন না। বাংলাদেশে সাফ জানিয়ে দিল অন্তর্বর্তী সরকার। বুধবারই ‘নিষিদ্ধ’ করা হয়েছে আওয়ামি লিগের শাখা সংগঠন ছাত্র লিগকে। এর ফলে ছাত্র লিগের সদস্যরাও এবার থেকে আর সরকারি চাকরিতে আবেদন করার সুযোগ পাবেন না।

বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সোশ্যাল মিডিয়ায় জানান, নিষিদ্ধ কোনও সংগঠনের সদস্য বা কর্মী এবার থেকে আর সরকারি চাকরি পাবেন না। এছাড়া যে সব নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে, সেখান থেকেও নিষিদ্ধ সংগঠনের কর্মীদের বাদ দেওয়া হবে। পরবর্তীতে শূন্যপদগুলোতে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করা হবে। এর ফলে বেশি সংখ্যক প্রার্থী চাকরির সুযোগ পাবেন। ঘুষ দিয়ে চাকরি বন্ধ করতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। ওয়াকিবহাল মহলের মতে, আওয়ামি লিগের শাখা সংগঠনের সঙ্গে যুক্তদের চাকরিতে নিয়োগ না করার জন্যই এই ঘোষণা করা হয়েছে।

গণবিক্ষোভে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন শেখ হাসিনা। তাঁর দেশ ছাড়ার পর থেকে আওয়ামি লিগের নেতা-কর্মীরা হামলা ও অত্যাচারের শিকার হন। বাংলাদেশে কার্যত কোণঠাসা হয়ে পড়েছে হাসিনার দল। এরমধ্যেই বুধবার সন্ত্রাস দমন আইনের আওতায় ছাত্র লিগকে নিষিদ্ধ করে দেয় ইউনূস সরকার। যা নিয়ে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় উৎসব মিছিল বের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কড়া প্রতিবাদ জানান ছাত্র লিগের সদস্যরাও। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামি লিগ ও তার শাখা সংগঠনগুলির উপর চাপ বাড়াতেই এই পদক্ষেপ করা হয়েছে।

নিষিদ্ধ সংগঠনের সদস্য বা কর্মীরা সরকারি চাকরি পাবেন না : অন্তর্বর্তী সরকার
নিষিদ্ধ সংগঠনের সদস্য বা কর্মীরা সরকারি চাকরি পাবেন না : অন্তর্বর্তী সরকার

Author

Spread the News