মেঘালয়ে গুয়াহাটিগামী নৈশ বাস নেটওয়ার্ক ট্র্যাভেলস দুর্ঘটনার কবলে
বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : দুর্ঘটনার কবলে পড়ল গুয়াহাটিগামী নৈশ বাস ‘নেটওয়ার্ক ট্র্যাভেলস’। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনার শিকার হয়ে খাদে পড়ল যাত্রী বোঝাই বাসটি। শিলচর থেকে গুয়াহাটিগামী নৈশ বাস শিলং রোডে দুর্ঘটনার কবলে পড়ে।
‘বরাক বুলেটিন’ সূত্রে জানা যায়, শিলচর থেকে গুয়াহাটি যাওয়ার পথে AS AC 9822 নম্বরের নেটওয়ার্ক ট্র্যাভেলস নৈশ বাস
ব্রিশারনোট লুমশনং-এর কাছে দুর্ঘটনাটি ঘটে।
পূর্ব জৈন্তিয়া পাহাড়ের ডেপুটি কমিশনার অভিলাষ বারানওয়াল, আইএএস, ‘বরাক বুলেটিন’কে নিশ্চিত করেছেন যে কোনও হতাহতের খবর না থাকলেও এই ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন।
রাত ১১-১৫ টার দিকে রিপোর্ট করা এই দুর্ঘটনায় আনুমানিক ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন। সৌভাগ্যবশত, দুর্ঘটনা ঘটার আগে বেশিরভাগই বিকল্প নৈশ বাসে উঠেছিল।